অভিনয় ছেড়ে এবার চায়ের দোকান খুললেন রাজদীপ? ভিডিও দেখে অবাক নেটিজেন

অভিনেতা রাজদীপ গুপ্ত

অভিনেতা রাজদীপ গুপ্ত, বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ। ‘ওগো বধূ সুন্দরী’র ধারাবাহিকের হাত ধরে দর্শকমহলে রাতারাতি খ্যাতি পান। এরপর একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। স্টার জলসার ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বর্তমানে। তবে একাধিক ধারাবাহিকে নায়কের চরিত্রেই অভিনয় করেন। তার অভিনীত ‘পঞ্চমী’ ধারাবাহিকটি ভালো জনপ্রিয়তা পেয়েছিল দর্শকমহলে।

শুধু ছোটপর্দা নয়, ওয়েব সিরিজে কাজ করেছেন রাজদীপ। তবে আচমকাই তাকে অন্য পেশায় দেখে অবাক হয়েছেন দর্শক। সম্প্রতি রাজদীপ নিজে সামাজিক পাতায় একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যাচ্ছে একটি চায়ের দোকানে চা বানাচ্ছেন তিনি। তাহলে কি অভিনয় ছেড়ে নতুন পেশায় পা দিলেন অভিনেতা?

আসলে অনেকেই হয়তো জানেন না, গোল বৈঠক নামের একটা ক্যাফেতে রয়েছেন রাজদীপ। বাবার উদ্যোগে এই দোকান খোলা।  রাজদীপ জানিয়েছিলেন, বাবার দেখা স্বপ্নকে বাস্তবে পরিণত করতে শুধুমাত্র সাহায্য টুকু করেছেন তিনি।

অভিনয় থেকে বিরতি পেলেই সেই ক্যাফেতে চলে যান তিনি এমনকি ক্যাফেতে নিজে চা বানাতে ভালোবাসেন মাঝেমধ্যে। সেই রকমই বৃষ্টির সন্ধ্যায় ছুটে গিয়েছিলেন নিজের ক্যাফেতে। সেখানে চা-পাতা, দুধ দিয়ে জমিয়ে চা বানাতে দেখা যায় রাজদীপকে।