অভিনেত্রী স্বস্তিকা দত্ত অভিনীত স্টার জলসার নতুন সিরিয়াল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ যে আলাদা করে দর্শকের মন কাড়তে আসছে একথা বলার অপেক্ষা রাখে না। আগামী ১৭ নভম্বর থেকে শুরু হবে ধারাবাহিক তা আগেই জানানো হয়েছিল চ্যানেল কর্তৃপক্ষের তরফে।
এবার স্লট পেল স্বস্তিকার ধারাবাহিক। ১৭ নভেম্বর থেকে বিদ্যা ব্যানার্জিকে দেখা যাবে রোজ রাত সাড়ে আটটা নাগাদ। এখন প্রশ্ন উঠছে তবে কি মাত্র পাঁচ মাসেই সফর শেষ হচ্ছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’র? নতুন ধারাবাহিক আসতেই কোপ পড়ল রানী ভবানী’র উপর।
টিআরপি তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নেওয়া সত্বেও ধারাবাহিকে ইতি টানল চ্যানেল? বিগত কয়েক সপ্তাহ ধরে জি বাংলার ‘দাদামণি’র সঙ্গে টিআরপির খেলায় ঠিক সুবিধা করে উঠতে পারছিল না রাজনন্দিনীর এই ধারাবাহিক।
না, এখনই শেষ হচ্ছে না রাণী ভবানী। বরং বদলে গেল স্লট। আগামী ১৭ নভেম্বর থেকে ‘রাণী ভবানী’ কে দেখা যাবে বিকেল ৫টা থেকে। ‘রাণী ভবানী’র স্লট বদলানোয় বেজায় চটেছেন রানী ভক্তরা। দর্শকদের দাবি, ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’র সঙ্গে ‘অন্যায়’ করা হল।


