
এবার জি বাংলা এবং স্টার জলসা দুই চ্যানেলই একই ধারাবাহিক দেখে অবাক হচ্ছেন সকলেই। জি বাংলাকে জোর টক্কর দিয়ে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’র প্রোমো প্রকাশ করল স্টার জলসা। জলসার পর্দায় আসছে এক সাহসিনী নারীর উত্থান ও বাংলার অতীত ঘিরে এক দুঃসাহসিক যাত্রার গল্প ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’।
প্রোমোতে শোনা গেল- ‘সাল ১৭৪৮, নবাবী শাসন আর ইংরেজ বঞ্চনার মাঝেও একজন গ্রাম্য নারী কীভাবে হয়ে উঠেছিলেন বাংলার রাজেশ্বরী। কীভাবে তিনি গর্জে উঠেছিলেন অত্যাচারের বিরুদ্ধে।’ পর্দায় রাণীর ভূমিকায় দেখা গেল অভিনেত্রী ‘রাজনন্দিনী পাল’ কে।
তবে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’-র প্রোমো প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে দর্শক মহলে। কারোর ধারণা রাজনন্দিনীকে যেন একেবারে রাণীর মতোই মানিয়েছে। কারোর মতে গল্পে যদি ঐতিহাসিক অনুসন্ধাণের ঘাটতি থাকে, তাহলে পর্দায় টিকে থাকা মুশকিল হবে।
এই মুহূর্তে ধারাবাহিকের সম্প্রচারের সময় কিংবা তারিখ কোনটাই জানানো হয়নি স্টার জলসার তরফ থেকে।