তারকা মানেই যে তার সবকিছুতে প্রতিভা থাকতে হবে তেমনটা নয়। মাঝেমধ্যেই দেখা যা, অভিনেতা-অভিনেত্রীদের স্টেজে উঠে গান গেয়ে হাসির খোরাক হয়ে থাকেন। যেকোনো মাচা শোতে তাদের নিয়ে যাওয়া হয় দর্শকদের মনোরঞ্জনের জন্য। আর সেই জন্যই গান না গাইতে পারলেও দর্শকের অনুরোধে তাদের গাইতে হয়।
আবার মাঝেমধ্যে দেখা যায় কিছু এমন অভিনেতা-অভিনেত্রীরা রয়েছে যারা দারুণ গায় গায়। তাদের কাছ থেকে হয়তো এমন গান শুনতে পারবেন আশাও করেন না শ্রোতারা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গান ধরলেন ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা। তাদের গান শুনে রীতিমতো অবাক হচ্ছেন সকলে।
অভিনেত্রী মধুবনী গোস্বামী আর রাজা গোস্বামী’র জুটি ভালোবাসা ডট কম ধারাবাহিক থেকেই হিট। তারা অভিনেতা-অভিনেত্রীর পাশাপাশি এখ ন ইউটিউব ভ্লগারও। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় নিজেদের লাইফস্টাইল তুলে ধরেন।
সম্প্রতি অভিনেত্রী মধুবনী গোস্বামী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যাচ্ছে গিটার হাতে রাজা গান করছে, সুর মেলাচ্ছেন তার স্ত্রীও। মান্না দে’র জনপ্রিয় বাংলা ‘আমি যামিনী তুমি শশী হে’ গাইতে শোনা গেল দম্পতি। খালি গলায় রাজা-মধুবনী’র গান শুনে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেন।
গানের ভিডিওটি পোস্ট করে মধুবনী লেখেন, ‘অনেক দিন পর আমি আর রাজা গান গাইলাম! একটা টেকনিকাল সমস্যার জন্য গিটারের আওয়াজটা এলো না! সবাই জানিও কিন্তু কেমন হয়েছে।’
একজন কমেন্ট করে জানান, “অপূর্ব অপূর্ব,, খুব গুণী তোমরা দুজনেই।”
View this post on Instagram