রাজা-মধুবনীর পরিবারে আসছে নতুন সদস্য, সুখবর জানালেন তারকা দম্পতি

মধুবনী গোস্বামী

2016 সালে বিয়ে করেছিলেন বাংলার সিরিয়ালের জনপ্রিয় জুটি রাজা গোস্বামী আর মধুবনী গোস্বামী। ভালোবাসা ডট কমের সেট থেকে তাদের সম্পর্ক শুরু। বর্তমানে যেখানে ডিভোর্সের ছড়াছড়ি, সেখানে চুটিয়ে দাম্পত্য জীবন উপভোগ করছেন তারা।

রাজা বর্তমানে অভিনয়ের সাথে যুক্ত থাকলেও মধুবনী নিজের ছেলে কেশবের জন্য অভিনয় জগত থেকে বিদায় নিয়েছেন। তবে নিজের ব্যবসা এবং ইউটিউব চ্যানেলে সুপ্রতিষ্ঠিত হয়েছেন অভিনেত্রী।

রাজা আর মধুবনী’র ছেলে কেশবের বয়স বর্তমান প্রায় ৪ বছর। একটি নামকরা বেসরকারি স্কুলে সদ্য ছেলেকে ভর্তি করেছেন তারা। আর তার মাঝেই পরিবারে নতুন সদস্য আসার কথা ঘোষণা করলেন।

সম্প্রতি মধুবনী একটি ভ্লগ শেয়ার করেন এবং লেখেন, ‘পরিবারে নতুন সদস্য আসছে’। যদিও ভ্লগের ক্যাপশন দেখে অনেকেই ভেবেছেন আবার মা হতে চলেছেন মধুবনী। তবে তেমনটা কিছু নয়।

ভ্লগে রাজা বলেন, ‘দু বছর আগে মধুবনী আমাকে রয়াল এনফিল্ড মানে বুলেট গিফট করেছিল একটা। অনেকদিন ধরে আমার বাইকটা বদলানোর ইচ্ছে। কিন্তু নিচ্ছিলাম না। মধুবনীই বলল, তুমি কেন নিজের জন্য কিছু কিনছ না! আমিও ভাবলম, আমাদেরও বাইক নিয়ে যেহেতু এখন টুকটাক ট্রিপ করার ইচ্ছে রয়েছে, তাই একটু আপগ্রেড করিয়ে নেওয়াই যাক।’ আর নতুন গাড়ি কেনার কথাই ইঙ্গিত দেন তারা।