বড়সড় ক্ষতির মুখে রাজা-মধুবনী, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা সায়ক চক্রবর্তী! ‘তুই খাঁটি মানুষ…’ বললেন রাজা

অভিনেতা সায়ক চক্রবর্তী

বড়সড় বিপদের মুখে রাজা গোস্বামী আর মধুবনী গোস্বামী। এই তারকা দম্পতি বাংলা টেলিভিশনের অতি জনপ্রিয় মুখ। যদিও মধুবনী এখন পর্দা থেকে অনেকটাই দূরে রয়েছেন। তবে এখন তারা তাদের ইউটিউব চ্যানেলের জন্য ভালো জনপ্রিয়।

হয়তো অনেকেই জানেন রাজা আর মধুবনীর নিজস্ব একটি ইউটিউবে চ্যানেল রয়েছে। আর সেখানে তারা প্রতিদিনের জীবনের ঘটনা তুলে ধরেন। তবে এবার সেই চ্যানেল নিয়ে বড়সড় ক্ষতির মুখে পড়তে হয় তাদের।

রাজা-মধুবনীর ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়ে যায়। ইউটিউবারদের চ্যানেল হ্যাকের ঘটনা প্রায়শই চোখে পড়ে। এবার সেই ঘটনা ঘটল এই তারকা দম্পতির সাথে। হ্যাক হয়ে যাওয়ায় তারা তাদের চ্যানেলে কোনও ভিডিও আপলোড করতে পারছিলেন না।

দুজনেই কিছু বুঝতে পারছিলেন না কীভাবে নিজেদের চ্যানেলটি বাঁচাবেন। টাই  রাজা শরণাপন্ন হন সায়কের। পুরো বিষটা শুনে সায়ক চ্যানেলটি ফিরিয়ে আনার জন্য দিনরাত এক করে দেয়। মাঝরাতে সায়ক সকলের সাথে যোগাযোগ করে শেষপর্যন্ত রাজা-মধুবনীর চ্যানেলটি ফিরিয়ে দেয়। এই পুরো ঘটনা লাইভে এসে বলে সায়ককে ধন্যবাদ জানান তারকা দম্পতি।

রাজা পুরো বিষয়টি জানান এবং বলেন, সায়ক ছেলেটি এতটাই ভালো, ও রাতেই ওর কিছু পরিচিতকে ফোন করল। বলল, দেখি আমার কিছু পরিচিত আছে, ওঁরা জেগে আছে কিনা। আরও একটা ছেলে ফোন করল, সেই ছেলেটিকেও অনেক ধন্যবাদ। সায়ক ছেলেটা ভীষণ ভালো, খাঁটি মানুষ। ও কীভাবে উঠে এসেছে সেটা ওর মুখ থেকেও শুনেছি, সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। ও মানুষটা এতটাই ভালো, তাই এত মানুষ ওকে ভালোবাসেন। সায়কের একটা পেজ আছে। ওর পেজও ফলো করতে পারেন। ভালো মানুষকে ফলো করা ভালো। ওকে বন্ধু বলি বা ভাই-ই বলি। আমার ভাই থাকলে যেটা করত, ও সেটাই করেছে। অনেকসময় নিজের ভাইরাও এতটা করে না। ওর আজকে দিদি নম্বর ওয়ানে শ্যুটিং আছে। আমি ওকে বললাম, এত রাতে ফোন করছিস, সকালে শ্যুটিং নেই? ও বলল, সকালে প্রথম হাফেই শ্যুটিং আছে। মানে ওকে ৬টায় উঠতে হবে। ও কিন্তু ৩. সাড়ে ৩টে পর্যন্ত আমার সমস্য়া সমাধানে কথা বলেছে। যেখানে এখন সব সম্পর্কের মধ্যে কাদা ছোড়াছোড়ি। অথচ ওর সঙ্গে আমার এত অল্পদিনের সম্পর্ক। ও সম্পর্কের সেই ভ্যালুটা দিয়েছে, লাভ ইউ সায়ক। তুই অনেক উন্নতি কর, তোর অনেক ফলোয়ার বাড়ুক।’