বাংলা ছবি হয়েও কলকাতায় শো পাচ্ছে না রাজ চক্রবর্তীর ছবি ‘সন্তান’

সন্তান

শুক্রবার অর্থাৎ আজ ২০ ডিসেম্বর মুক্তি পেল রাজ চক্রবর্তীর পরিচালিত ছবি ‘সন্তান’।  কিন্তু দুর্ভাগ্যবশত, বাংলা ছবি হয়েও দক্ষিণ থেকে মধ্য কলকাতা কোনও সিঙ্গল স্ক্রিনে ঠাঁই পেল না এই সিনেমা।  দক্ষিণের সুপারহিট সিনেমা ‘পুষ্পা ২’ও হলিউডের ব্লকবাস্টার ‘মুফাসা’র জন্য বাংলায় ঠাই পাচ্ছে না বাংলা ছবিই।

শোনা যাচ্ছে, প্রিয়া, নবীনা বা অশোকা প্রেক্ষাগৃহে ‘সন্তান’ জায়গা পায়নি। আনন্দ বাজার অনলাইনের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল প্রিয়া প্রেক্ষাগৃহের মালিক অরিজিৎ দত্তের সঙ্গে। তিনি জানিয়েছন, ‘এক সঙ্গে এতগুলি ছবি মুক্তি পেলে এটাই সমস্যা। ‘পুষ্পা ২’-এর মতো বাণিজ্যসফল ছবিকে সরিয়ে তিনটি বাংলা ছবিকে জায়গা দিয়েছি।’

আনন্দ বাজার অনলাইনের তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত  ‘সন্তান’-এর প্রদর্শন সংখ্যা ৬১।  ছবির প্রযোজক ক্ষোভ উগড়ে জানিয়েছেন, ‘এটা শুধু জায়গা পাওয়ার বিষয় নয়। বরং এটা বাংলা ছবির অবমাননা।’