‘সিরিয়ালে কতটুকুই বা ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয়, সেটুকুও না করলে…’, জিতু-দিতিপ্রিয়ার বিতর্কে এবার মুখ খুললেন রাজ চক্রবর্তী

রাজ চক্রবর্তী

 

 

 

নেটপাড়ায় এখন একটাই খবর জিতু-দিতিপ্রিয়ার মাঝের বিতর্ক। ধারাবাহিকে জিতুর সাথে শট দিতে রাজী নন দিতিপ্রিয়া। রোম্যান্টিক দৃশ্যে দিতিপ্রিয়াকে ছুঁতে পারবেন না জিতু। বিতর্ক এতটাই চরমে যে সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত পর্যন্ত নিতে হচ্ছে নায়ক জিতুকে।

তদের এই বিতর্ককে কেন্দ্র করে মুখ খুলেছেন টেলিপাড়ার অনেকেই। এবার জিতু-দিতিপ্রিয়া কে নিয়ে মুখ খুললেন ‘গৃহপ্রবেশ’ সিরিয়ালের পরিচালক রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তী  “সবিস্তার জানি না। কানাঘুষো আমিও শুনেছি।” তবে কারোর পক্ষ নিয়ে নয়, পরিচালক রাজ সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন সমাজমাধ্যমের প্রতি।

তিনি জানিয়েছেন, এই মাধ্যম ‘ঘরের ঘটনা’ সামনে এনে দিচ্ছে। “জীতু-দিতিপ্রিয়ার কলহ সমাজমাধ্যমে বিনোদনদুনিয়ার অন্দরকাহিনি প্রকাশ্যে এনে দিয়েছে। এতে টেলিপাড়া কালিমালিপ্ত হচ্ছে। ভাবমূর্তি নষ্ট হচ্ছে বিনোদনদুনিয়ার।” রাজের মতে, ছোটপর্দায় কতটুকুই বা ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয়! সেটুকুও না করার মতো সমস্যা তৈরি হলে সত্যিই বিপদ।