ইতিমধ্যে আগামী দুর্গাপুজোয় দেব-শুভশ্রী একই সঙ্গে পর্দায় ফেরার কথা ঘোষিত হওয়ার পর থেকেই ফের চর্চা শুরু দেশু জুটিকে কেন্দ্র করে।
দেব- শুভশ্রীর প্রেমের সাক্ষী থেকেছেন রাজ। সেই স্মৃতি মনে করে টিভি নাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে রাজের মন্তব্য, ‘আমারও এক সময় মনে হয়েছিল ওদের বিয়ে হলে বোধহয় ভালোই হত!’
রাজের কথায়, ‘কিন্তু শুভশ্রী তো আদতে আমার কপালেই ছিল। কিছু করার নেই। আর আমি শুভশ্রীর কপালে ছিলাম কিছু করার নেই। আমরা কিন্তু খুব হ্যাপি। আর দেবের সঙ্গেও যার বিয়ে হবে সে খুব হ্যাপি থাকবে। দেব খুব ভালো ছেলে।’
স্ত্রীর প্রাক্তন প্রেম নিয়ে এমন পরিণত জবাব বোধহয় খুব কম পুরুষই দিতে পারবে। কোনো লুকোছাপা নয়, বরং স্ত্রীর অতীতকে সম্মান জানিয়েই রাজ বুঝিয়ে দিয়েছেন তাদের সম্পর্কের ভিত কতটা মজবুত।
তিক্ততা ভুলে দীর্ঘ এক দশক পর ফের দেবের হাত ধরেছেন শুভশ্রী। দেবের ৫১তম ছবির নায়িকা রাজ ঘরণী।
টলিউডে একসময় ‘ম্যাজিক’ তৈরি করেছিল দেব-শুভশ্রী জুটি। ২০০৯ সালে রাজের হাত ধরেই ‘চ্যালেঞ্জ’ ছবিতে দেশু জুটির আত্মপ্রকাশ। প্রথম ছবিই বক্স অফিসে ঝড় তোলে, আর পর্দার সেই রসায়ন বাস্তব জীবনেও ডালপালা মেলতে শুরু করে। শুরু হয় সবচেয়ে চর্চিত প্রেমের গল্প।
দীর্ঘদিনের প্রেম যখন পরিণতির দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ছন্দপতন! অজানা কোনও কারণে ভেঙে যায় দেব-শুভশ্রীর রিয়েল লাইফের সম্পর্ক। বিচ্ছেদের ধাক্কা কাটিয়ে শুভশ্রীও তার কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেন রাজের সাথে।

