‘ধূমকেতু’র হাত ধরেই প্রায় ১০ বছর পর ফের বাংলার দর্শক ফিরে পেয়েছে তাঁদের অন্যতম জনপ্রিয় জুটি দেব-শুভশ্রীকে। বড়পর্দায় ইতিমধ্যেই রমরমিয়ে চলছে ‘ধূমকেতু’। এবার ‘ধূমকেতু’ নিয়ে বিশেষ বার্তা জানালেন পরিচালক রাজ চক্রবর্তী।
এর আগে ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দেব শুভশ্রীর একসাথে পারফর্মেন্স থেকে শুরু করে নৈহাটি বড়মার কাছে একসাথে পুজো দিতে যাওয়া, সবটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যখন তোলপাড় অবস্থা ঠিক তখনই ‘ধূমকেতু’ নিয়ে রাজের বার্তা।
সমাজমাধ্যমের পাতায় ‘ধূমকেতু’র পোস্টারের ছবি ভাগ করে রাজ লেখেন, ‘এত বছরের প্রতীক্ষা শেষ। ‘ধূমকেতু’র উদযাপন শুরু। প্রত্যেক হলে হলে উন্মাদনা চোখে পড়ার মত। দেব-শুভশ্রী, কৌশিক গাঙ্গুলী সহ গোটা টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা। কেউ বড়পর্দায় #Dhumketu মিস করবেন না যেন!’
রাজের পোস্ট সামনে আসতেই প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনরা। একজন লেখেন, ‘আপনি একজন ভালো স্বামী।’ অন্যজন লেখেন, ‘রাজ দা তুমি সত্যি শুভর জন্য সঠিক মানুষ।’ একজন লেখেন, ‘আপনার মত স্বামীকে কুর্নিশ জানাই।’