সিঁথিতে চওড়া সিঁদুর পরে সকলের সামনে রাইমা সেন। বিজয়া দশমীর সিঁদুর খেলায় সাধারণত বিবাহিত মহিলারাই সিঁদুর পড়েন। তবে অবিবাহিত হয়েও কেন সিঁদুর পড়েছিলেন রাইমা?
এবছর পুজোতে কলকাতায় থাকতে পারেননি রাইমা। তবে দশমীর দিন বাড়ি ফিরেই সাক্ষাৎকারে ধরা দিয়েছিলেন রাইমা। আর তাতেই অভিনেত্রীকে নিয়ে উঠে এসেছে হাজার একটা প্রশ্ন।
একসময় পরমব্রতর সঙ্গে নাম জড়িয়েছিল রাইমার। দীর্ঘ বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন পরম-রাইমা। যদিও সেই কথা কেউই কখনো প্রকাশ্যে স্বীকার করেননি। রাইমার জীবন থেকে পরমব্রত চলে যাওয়ার পর এখনও পর্যন্ত অবিবাহিত রয়ে গেছেন রাইমা।
তবে এবারে বিজয়া দশমীতে অভিনেত্রীর সিঁথিতে সিঁদুর দেখে হতবাক নেটিজেনরা। তবে কি চুপিসারে বিয়ে সারলেন রাইমা। নাকি এটা কোন শুটিংয়ের অংশ? এ ব্যাপারে নেটিজেনদের কৌতূহল বাড়লেও অভিনেত্রীর তরফে কোন উত্তরই মেলেনি। সিঁদুর পড়া লুকে অনেকেই অভিনেত্রীকে কমেন্টে প্রশ্ন করেন, আপনার বিয়ে হল কবে, সিঁদুর পরেছেন কেন, আপনি তো অবিবাহিত।
অভিনেত্রীর মা মুনমুন সেনও সবসময় চেয়েছেন যাতে মেয়ের জীবনে একজন জীবন সঙ্গী আসে, রাইমা বিয়ে করে যাতে নিজের জীবন গুছিয়ে নেয়। কিন্তু বিয়ের সিদ্ধান্ত এখনো নেননি রাইমা।