‘জামাল কুদু’ গানে জমিয়ে নাচ রাই-সূর্য’র, প্রশংসায় নেটিজেন

রাই-সূর্য

কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছিল ‘টেলি আড্ডা’ অ্যাওয়ার্ড’। এদিন পাওয়ার প্যাকড পারফরম্যান্সের জন্য পুরস্কার পেয়েছিলেন আরাত্রিকা মাইতি এবং ভার্সেটাইল অভিনেতা হিসাবে পুরস্কার জিতেছিলেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত।

এদিন রাই অর্থাৎ আরাত্রিকা এবং সূর্য ওরফে দিব্যজ্যোতি ছাড়াও সহ-অভিনেতা হিসাবে পুরস্কৃত জিতেছিলেন জয় ওরফে প্রারব্ধি সিংহ। তিনজনে পুরস্কার জিতে মনের আনন্দে নেচে ওঠে। এদিনের টেলি আড্ডার পেজের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

পুরস্কার জিতে ‘জামাল কুদু’ গানে নেচে ওঠে রাই-সূর্য-জয়। তবে ‘জামাল কুদু’ গানের সুরের বদলে সূর্য ওরফে দিব্যজ্যোতি মজা করে ‘তেলে ভাজা চানাচুর’ মতো শব্দ যোগ করেন। আর যা দেখে হেসে লুটোপুটি খান নেটিজেন।