জি-বাংলার অন্যতম সফল ধারাবাহিক ‘মিঠিঝোরা’। যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি, দেবাদৃতা বসু এবং স্বপ্নীলা চক্রবর্তী। শুরু থেকেই ধারাবাহিকটি টিভির পর্দায় নজর কেড়েছে।
‘মিঠিঝোরা’ ধারাবাহিকে একের পর এক টুইস্ট। সদ্য জি-বাংলার পক্ষ থেকে ধারাবাহিকের একটি নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে,আচমকাই রাইয়ের জীবনে নেমে এলো চরম বিপদ।
ধারাবাহিকের নতুন প্রোমো অনুযায়ী, কিডন্যাপারদের হাত থেকে কোনমতে পালিয়ে বাঁচে রাই। কিডন্যাপাররা রাই কে তাড়া করায় আচমকা একটা গাড়ির সামনে এসে পড়ে রাই এবং মাথায় আঘাত লাগতেই জ্ঞান হারায় সে।
এরপরই হাসপাতালের বেডে ডাক্তার যখন তার নাম জিজ্ঞাসা করে তখন রাই বলে তার নাম মনে নেই। আর তা থেকেই বোঝা যাচ্ছে দুর্ঘটনার কবলে পড়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে রাই। আগামী পর্ব গুলোতে কি অপেক্ষা করে আছে রাইয়ের জন্য সেটাই দেখার অপেক্ষায় দর্শকমহল।