মা হতে চলেছে রাই, ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে আসছে নতুন চমক

মিঠিঝোরা

জি-বাংলার পুরনো জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠিঝোরা’। বন্ধ হওয়ার খবর মিলেছিল তবে পরবর্তীকালে সিদ্ধান্ত পরিবর্তন হয়। নতুন গল্প আনা হয়েছে ধারাবাহিকে।

যারা নিয়মিত এই ধারাবাহিক দেখেন তারা জানেন, অনেক বাধা বিপত্তি পেরিয়ে এক হয়েছে রাই আর অনির্বাণ। হানিমুনে গিয়ে বিপদে পড়েছিল অনির্বাণ। জঙ্গলে দাঁতাল হাতির খপ্পরে পড়ে তবে শেষ মুহূর্তে সেই বিপদ থেকে রক্ষা পায় সে।

এবার রাই-অনির্বাণের জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। মা হতে চলেছে রাই। সন্তান আসার খুশিতে মাতোয়ারা অনির্বাণ। তবে এত খুশির মাঝে নতুন বিপদ আসতে চলেছে আবার। কারণ নীলু। রাইয়ের সন্তান আসার খবরে নীলু কোন বিপদ ডেকে আনবে সেটাই দেখার।