অবশেষে কোয়েলের পর্দাফাঁস করল রাই, ‘মিঠিঝোরা’য় নতুন টুইস্ট

মিঠিঝোরা ধারাবাহিক

জি-বাংলার মিঠিঝোরা ধারাবাহিক শেষের পর্যায়। এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে টেলিপাড়ায়। খুব শীঘ্রই নাকি পর্দা থেকে বিদায় নিতে পারে এই ধারাবাহিক। টিআরপি কমের জন্যই বন্ধ হয়ে যাবে এই মেগা। তবে তার আগে নতুন প্রোমো দিয়ে দর্শকদের দারুণ চমক দিলেন।

সদ্য এই মেগা ধারাবাহিকের একটি নতুন প্রোমো সামনে এসেছে। প্রোমো অনুযায়ী এবার কোয়েলের পর্দা ফাঁস করতে চলেছে রাই। অনির্বাণ কি আবার ফিরে পাবে রাই কে?

প্রোমোতে দেখা যায়, অনির্বাণ এবং কোয়েলের আশীর্বাদের দিন রাই সেখানে উপস্থিত হয়। রাই তাদের উপহার হিসাবে একটি ভিডিয়ো রেকর্ড চালায়, যেখানে  কোয়েল এবং নীলু কথোপকথন উঠে আসে। অনির্বাণ জেনে যায় ক্যানসারের মিথ্যে করছে কোয়েল। আর তারপরেই অনির্বাণের ভুল ভাঙে।

রাই সেখান থেকে চলে আসার সময় অনির্বাণ ক্ষমা চায়। রাই অনির্বাণ ক্ষমা করে না তবে কষিয়ে চড় মেরে সেখান থেকে বেরিয়ে পরে। তাহলে রাই আর অনির্বাণের মিল দেখিয়েই শেষ হবে মিঠিঝোরা?