সন্তানের জন্ম দিয়ে মারা গেল রাই, নায়িকার মৃত্যু দেখিয়ে শেষ হবে মিঠিঝোরা?

মিঠিঝোরা

জি-বাংলার একটি বহু পুরনো এবং জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘মিঠিঝোরা। যার মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং অভিনেতা সুমন দে। রাই আর অনির্বাণের জুটি খুব অল্প সময়ের মধ্যে দর্শকের মন জয় করে নিয়েছে।

তবে ধারাবাহিকের গল্প দেখানো বহুবার রাই আর অনির্বাণের মধ্যে ভুল বোঝাবুঝি। যা দেখতে দেখতে একপ্রকার ধারাবাহিক থেকে মুখ ফিরিয়েছেন দর্শক। তবে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, মিঠিঝোরা নাকি অন্তিম পর্বের খুব কাছাকাছি। আর গুঞ্জন উঠেছিল নায়িকার মৃত্যু দেখিয়ে নাকি শেষ হবে এই মেগা। সেই গুঞ্জন কি এবার সত্যি হতে চলেছে?

সদ্য প্রকাশ পেয়েছে ধারাবাহিকের একটি নতুন প্রোমো । আর যা দেখে বোঝা যাচ্ছে রাই মারা যাতে পারে। তবে প্রোমোতে সাসপেন্স রাখা হয়েছে। প্রোমোতে দেখা যাচ্ছে, রাইকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয়, আর বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে অনির্বাণ।

এদিকে ডাক্তার এসে জানার, কন্যা সন্তান হয়েছে। মেয়ে হয়েছে শুনে খুশিতে লাফিয়ে ওঠে অনির্বাণ। তবে সেই খুশি বিলিয়ে যায় যখন ডাক্তার বলে সন্তান ভালো আছে কিন্তু শেষ পর্যন্ত রাইকে…। এরপরেই দেখা যায় চিৎকার করে কান্নায় ফেটে পড়ে অনির্বাণ। তাহলে কি মারা যাবে রাই? নায়িকার মৃত্যু দেখিয়ে কি শেষ হয়ে যাবে মিঠিঝোরা? জানা যাবে আগামীপর্বে।