চুপিসারে প্রেম করছে ছোটপর্দার রাই, ছবি ঘিরে জল্পনা শুরু

আরাত্রিকা মাইতি

পুজোর আবহেই খুশির খবর দিলেন আরাত্রিকা। বেশ কয়েকদিন যাবদই টলিপাড়ায় অভিনেত্রীকে নিয়ে উঠেছে প্রেমের গুঞ্জন। কার সাথে প্রেম করছেন অভিনেত্রী?

কুড়ির গণ্ডি এখনও পার হয়নি, তার আগেই জনপ্রিয় মেগা সিরিয়ালের সুবাদে বাংলা টেলিভিশনে নিজের পরিচয় গড়ে তুলেছেন আরাত্রিকা মাইতি। যদিও পর্দায় দর্শক তাকে রাই বলেই বেশি চেনে। জি বাংলার ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে ‘মিতুল’ চরিত্রে প্রথম নজর কাড়েন আরাত্রিকা। বর্তমানে ‘মিঠিঝোরা’ য় অভিনয় করছেন ‘রাইপূর্ণা’।

কিছুদিন আগেই নিজের উপার্জনের টাকা দিয়েই স্বপ্নের বাড়ি কিনেছেন আরাত্রিকা। এইবার আর এক সুখবর দিলেন অভিনেত্রী নিজেই। অভিনেতা আর্য দাশগুপ্তর সাথেই নাকি প্রেম করছেন আরাত্রিকা। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এদিন বিজয়া দশমী উপলক্ষে আরাত্রিকা ও আর্য দুজনে মিলে একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদের।

ছবিতে দুজনেই ম্যাচিং করে পোশাকও পরে থাকতে দেখা যাচ্ছে দুজনকে। রূপালি জড়ির কাজ করা লাল শাড়ি, হালকা মেকআপ, কানের পাশে স্বর্ণচাঁপা ফুল। অন্যদিকে সিলভার জরির কাজ করা লাল রংয়ের পাঞ্জাবিতে আর্য। দুজনের একত্রে ছবি ভাইরাল হতেই অজস্র কমেন্ট আসে দর্শকের কাছ থেকে। কেউ কেউ তো আবার জানান, সুপারহিট জুটি। যদিও এই প্রসঙ্গে মুখ খোলেননি আরাত্রিকা – আর্য কেউই।