চার বছরের ছোট হয়েও পর্দায় দেবাদৃতা’র দিদির চরিত্রে অভিনয়, মুখ খুললেন রাই ওরফে আরাত্রিকা মাইতি

মিঠিঝোরা

বাংলা টেলিভিশন জগতের চেনা মুখ হলেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। যদিও আজ বাংলার ঘরে ঘরে তাকে সকলে ‘মিতুল’ নামেই বেশি চেনে। বর্তমানে সাবলীল অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে উঠেছেন ‘খেলনা বাড়ি’র মিতুল ওরফে আরাত্রিকা। ধারাবাহিকে তার অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত। খেলনা বাড়ি- র পর বর্তমানে জি বাংলার ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

গল্পে, তার চরিত্রের নাম রাইপূর্ণা ওরফে রাই। বাড়ির দায়িত্বশীল বড় মেয়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি। বাবা মারা যাবার পর পর্দায় মেজো বোন নীলুর (দেবাদৃতা বসু) সাথে নিজের ভালবাসার মানুষের সঙ্গে বিয়ে দিয়ে, পুরো পরিবারের দায়িত্ব নিয়েছে রাই।

তবে জানেন কি, গল্পে রাই ওরফে আরাত্রিকা, বড়দিদি হলেও বাস্তবে ঘটনাটি একদমই উল্টো। পর্দায় ছোট বোন হলেও রিয়েল লাইফে আরাত্রিকার চেয়ে বয়সে বড় দেবাদৃতা। অনস্ক্রিন দিদির চরিত্রে অভিনয় করলেও অফস্ক্রিন দেবাদৃতা কে দিদি বলেই সম্বোধন করেন আরাত্রিকা। বিনোদন জগতে আরাত্রিকার চেয়ে বেশি সময় কাজ করেছেন দেবাদৃতা। বলতে গেলে সবদিক থেকেই সিনিয়ার হলেন দেবাদৃতা।

সদ্যই ১৯-এ পা দিয়েছেন আরাত্রিকা, অন্যদিকে দেবাদৃতার বয়স ২৩ বছরের কাছাকাছি। আরাত্রিকার চেয়ে প্রায় চার বছরের বড় দেবাদৃতা।

সম্প্রতি দিদি নম্বর ১-এর মঞ্চে, খেলতে এসেছিল মিঠিঝোরা ধারাবাহিকের সদস্যরা। আর সেখানেই প্রকাশ পায় তাদের বয়সের তারতম্যের কথা। এদিন হাসি মজা আড্ডার ছলে জমে উঠেছিল দিদি নম্বর ১-এর মঞ্চ। আড্ডার ছলে এমন অনেক কথাই শেয়ার করলেন তারা।