রাহুলের নতুন ধারাবাহিকে দেখা যাবে ‘অনুরাগের ছোঁয়া’র এই জনপ্রিয় অভিনেতাকে 

দেবদূত ঘোষ

জি-বাংলায় আসছে রাহুল মজুমদার অভিনীত নতুন ধারাবাহিক। এই ধারবাহিকের হাত ধরেই ছোটপর্দায় পা রাখতে চলেছেন নতুন নায়িকা বিরাটির মেয়ে সম্পুর্ণা রক্ষিত। এই নতুন জুটিকে পর্দায় দেখার জন্য এখন থেকেই বেশ উৎসাহী দর্শক।

ধারাবাহিক ঘিরে সামনে এল আরও এক খবর। রাহুল মজুমদার অভিনীত এই মেগা ধারাবাহিকে দেখা যেতে চলেছে ‘অনুরাগের ছোঁয়া’ খ্যাত জনপ্রিয় অভিনেতাকে। যাকে সুর্য’র বাবার চরিত্রে দেখেছে দর্শক। কিন্তু কে সে?

এবার পর্দায় রাজনীতিবিদের ভূমিকায় অভিনেতা দেবদূত ঘোষ। ধারাবাহিকের গল্প এক রাজনীতিবিদ আর মধ্যবিত্ত এক পরিবারের। রাজনীতিবিদের সহকারীর ভুমিকায় নায়ক রাহুল মজুমদার যে কিনা রাজনীতিবিদের মেয়ের প্রেমিক। এই সম্পর্ক কি টিকবে? আগামীতে সেই গল্পই বলবে এই নতুন মেগা।

ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য় নায়কের বাবার পর এ বার নায়িকার বাবা। প্রসঙ্গ তুলতেই দেবদূতের কথায়, “আগের ধারাবাহিকে প্রথম দুটো বছর আমি আর রূপাঞ্জনা মিত্র অভিনয় করেছি। দিব্যজ্যোতি দত্ত-স্বস্তিকা ঘোষ অনেক পরে এসেছে। এখানে অভিনয়ের আরও বেশি সুযোগ।”

 

দেবদূত ঘোষ

Previous articleগরুর রচনা (Cow Essay) ছোটোদের জন্য সহজ ভাষায়
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।