একঝাঁক নতুন ধারাবাহিকের ভিড়ে হারিয়ে যাবে পুরনো ধারাবাহিকগুলি। কিন্তু একটি ধারাবাহিক প্রথম থেকে দেখতে দেখতে কিছু একনিষ্ঠ ভক্ত হয়ে ওঠেন যাদের কথা ভাবেন না চ্যানেল। কারণ শুরু হলে শেষ হবে এটাই স্বাভাবিক। তবে অল্প সময়ের মধ্যে প্রিয় ধারাবাহিক শেষ করে দেওয়ায় বেজায় মন খারাপ হয়ে যায় অনুরাগীদের। টিআরপি শেষ কথা, তাই টিআরপি দিনের পর দিন কমতে থাকলে ধারাবাহিক বন্ধ করতে বাধ্য চ্যানেল।
সোশ্যাল মিডিয়ায় এমনি এক ধারাবাহিক নিয়ে প্রতিবাদ দেখা যাচ্ছে। সেটি হল জি-বাংলার ‘লালকুঠি’। রহস্য রোমাঞ্চকর এই ধারাবাহিক শুরু হয়েছিল চলতি বছরের মে মাসে। ৭ মাস যেতে না যেতেই টিআরপি কম থাকায় বন্ধ করে দেওয়া হবে এই ধারাবাহিকটি। এমনি গুঞ্জন উঠেছে।
বহু চেষ্টার পর ‘দেশের মাটি’র জনপ্রিয় জুটি রাহুল-রুকমা-কে ‘লালকুঠি’ ধারাবাহিকের মাধ্যমেই ফিরে পেয়েছিলেন তাদের ভক্তরা। কিন্তু এত কম সময়ে ধারাবাহিক শেষ হওয়ার খবরে মন খারাপ। তাই চ্যানেলের কাছে লালকুঠি বন্ধের প্রতিবাদ জানিয়েছেন অনুরাগীরা। চ্যানেলের কাছে তাদের দাবি, ‘এত তাড়াতাড়ি ধারাবাহিক শেষ না করে সময় পরিবর্তন করুণ এবং প্রোমো দিন’। কিন্তু তাদের কথা শুনবে কি চ্যানেল? সেটাই দেখার।