নায়ক বদল! গৃহপ্রবেশ ধারাবাহিকে বাদ পড়ল সুস্মিত? পরিবর্তে আসছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা

গৃহপ্রবেশ

স্টার জলসার  একটি অন্যতম ধারাবাহিক হল ‘গৃহপ্রবেশ’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী উষসী রায় এবং অভিনেতা  সুস্মিত মুখোপাধ্যায়। প্রথম থেকে এই ধারাবাহিক টিআরপির তালিকায় তেমন সাফল্য পায়নি।

তবে ধারাবাহিকের বর্তমান এপিসোডে নায়কের মৃত্যু দেখিয়ে জনপ্রিয়তা এক ধাক্কায় বেড়ে গেছে। এদিকে এন্ট্রি হয়েছে নতুন নায়িকার। আর এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী। হয়তো পরবর্তীকালে কৌশাম্বি চক্রবর্তীর সঙ্গে নায়কের কোনও ট্র্যাক আসবে গল্পে।

তবে এসবের মাঝেই আচমকাই টেলিপাড়ার কানাঘুষো শোনা যাচ্ছে ধারাবাহিকের নায়ক বদল ঘটতে চলেছে। অভিনেতা সুস্মিত নাকি গল্প থেকে বাদ পরেছে। আর তার পরিবর্তে আসছে অভিনেতা রাহুল মজুমদার। যিনি হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে শঙ্কর চরিত্রে অভিনয় করছে।

গৃহপ্রবেশ

যদিও এই খবরে কেউই মুখ খুলতে রাজী নন। চ্যানেলের তরফ থেকেও এখনো কিছু আপডেট মেলেনি এই বিষয়ে।