সম্প্রতি দিতিপ্রিয়া রায়ের নতুন ধারাবাহিক ‘তোমাকে ভালোবেসে’র প্রোমো মুক্তি পেয়েছে। জি-বাংলার আসন্ন ধারাবাহিকে দিতিপ্রিয়ার সঙ্গে জুটি বাঁধার কথা ছিল রাহুল মজুমদারের। এমনকি লুক সেটের পরেই রাহুলকে চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে শেষ মুহূর্তে সিদ্ধান্তে রদ বদল। আসন্ন ধারাবাহিক থেকে সরে আসলেন রাহুল। তবে আচমকা কোন কারণে ধারাবাহিক থেকে সরে আসলেন রাহুল? সত্যতা যাচাই করতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে কথা বলা হয় রাহুলের সাথে।
এই প্রসঙ্গে,‘হ্যাঁ, এটা ঠিক লুক সেটের পর সব চূড়ান্ত ছিল, কিন্তু এই মুহূর্তে আমি বাধ্য হয়েই সিরিয়ালটা থেকে সরে দাঁড়িয়েছি’।
রাহুল আর বলেন, ‘আসলে সিরিয়ালটার কাজ শুরু হতে খানিক বিলম্ব হচ্ছিল, এর মাঝেই আমার সিসিএলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জানুয়ারিতেই সেলিব্রিটি ক্রিকেট লিগ শুরু, আপতত সেটায় ফোকাস করতে চাই, আরও একটা কারণ রয়েছে’।
রাহুলের কথায়, ‘স্টারের (জলসা) সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। চুক্তি শেষ হলেও ভালোবাসাটা রয়েছে। তাই সব মিলিয়ে এই মেগা থেকে সরে দাঁড়ালাম’।
ধারাবাহিক থেকে সরে আসলেও আসন্ন গল্পের স্টোরিলাইন দুর্দান্ত তাও জানালেন রাহুল। সেইসাথে দিতিপ্রিয়া-সহ ‘তোমায় ভালোবেসে’-র গোটা টিমকে শুভেচ্ছাও জানায় রাহুল।