২০২৪ এর আগস্টেই রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাসের ঘর আলো করে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। মেয়ের নাম রেখেছেন আয়রা মজুমদার। ভালোবেসে বাবা-মা তাকে কিট্টু বলেই ডাকে। এর আগে যদিও খুদের সাথে পরিচয় হয়েছে অনেকেরই। এইটুকু বয়সেই বাবা-মায়ের সাথে সমানতালে রিলস এ অংশ নেয় সে।
দেখতে দেখতে সাত মাস পেরিয়েছে। আর সেই উপলক্ষ্যে একরত্তির অন্নপ্রাশন বা মুখেভাতের আয়োজন করেছিলেন রাহুল-প্রীতি। সম্প্রতি প্রীতি বিশ্বাস তারই ঝলক শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
সেখানে দেখা যাচ্ছে পদ্মের আকারের পাত্রে বসে দুধজলে স্নান করছে একরত্তি। তাকে ধরে আছে তার বাবা রাহুল। আর মা প্রীতি আয়রার মাথায় জল ঢালছে। এদিন রাহুলকে দেখা যায় পাঞ্জাবীতে সাথে প্রীতির পরনে ছিল হলুদ শাড়ি। ভিডিয়ো পোস্ট করে প্রীতি লেখেন, ‘আমাদের লক্ষ্মীর মুখেভাত।’ ভিডিওতে অনেকেই খুদের জন্য ভালোবাসা জানিয়েছেন।
View this post on Instagram