“অদ্ভুত ঘটনা ঘটিয়েছে… অতিরিক্ত টাকাও নিয়েছে”, একরত্তি মেয়েকে নিয়ে বিপদের মুখে রাহুল-প্রীতি

রাহুল-প্রীতি

একরত্তি মেয়ে আইরাকে নিয়ে ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’-এ অংশ নিতে গিয়েছেন অভিনেতা প্রীতি বিশ্বাস ও রাহুল মজুমদার। চলচ্চিত্র জগতের তারকাদের নিয়ে প্রতি বছর হয় এই টুর্নামেন্ট।

টলিপাড়ার পক্ষ থেকে যে দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন সেখানে রাহুল থাকেন প্রতি বছরই। এ বছরও তার ব্যতিক্রম নয়। এই টুর্নামেন্টে অধিনায়ক হন যিশু সেনগুপ্ত, এবারেও তাই। তবে এই টুর্নামেন্টের জন্য সপরিবারে রায়পুরে যাচ্ছিলেন তারা। বিমানবন্দরে পা রেখেই বিপাকে পড়লেন রাহুল ও প্রীতি। কী ঘটেছে তাঁদের সঙ্গে?

রায়পুরে পা রাখতেই প্রীতি লক্ষ্য করেন কলকাতা বিমানবন্দরেই তাদের অনেকগুলো লাগেজ থেকে গিয়েছে। যে গুলো বিমানে তোলাই হয়নি বলে দাবি প্রীতির।

ভিডিয়োয় ক্ষোভ প্রকাশ করে প্রীতি বলেন, ‘একটা অদ্ভুত ঘটনা ঘটিয়েছে এই বিমান সংস্থা। কানেক্টিং ফ্লাইট থাকায় রায়পুরে নেমে আরও একটি বিমানে উঠেছি। এখন দেখা যাচ্ছে আমাদের টিম মেম্বারদের কিছু লাগেজ এসেই পৌঁছায়নি। যেখানে আমার জিনিস তো ছিলই। এ ছাড়াও বাচ্চার খাবার, ওষুধ সব কিছু ছিল। আর ফ্লাইটও নেই। জানি না কী ভাবে আসবে। জিনিসপত্রের জন্য এক্সট্রা টাকাও নিয়েছে। তাও আমায় এমন অবস্থায় পড়তে হলো।’

তবে খুব অবাক করা বিষয় হল এই প্রসঙ্গে বিমানসংস্থার পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন তাঁরা। তবে গোটা ঘটনায় অত্যন্ত হতাশ তারা।