‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দায় ফিরছেন রাহুল মজুমদার

রাহুল মজুমদার

বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেতা রাহুল মজুমদার। ছোটপর্দার হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এরপর বড়পর্দায়ও কাজ করেছেন। ছোটপর্দায় তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে।

‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে শঙ্কর চরিত্রে দারুণ প্রশংসা অর্জন করেছিলেন। তবে ধারাবাহিক লিপ নেওয়ার সময় তিনি ছেড়ে দেন সেই মেগা। এরপর আর কোনও নতুন ধারাবাহিকে তাকে দেখা যায়নি।

তবে বহুদিন পর আবারও ছোটপর্দায় ফিরতে চলেছেন রাহুল। তবে বলে রাখা ভালো কোনও নতুন মেগা ধারাবাহিক নিয়ে নয়, বরং মহালয়ায় এক বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে।

সান বাংলায় তরফ থেকে মহালয়া’র বড় চমক ‘অকাল বোধন’। যেখানে ‘মহিষাসুরমর্দিনী’ রূপে থাকবেন অভিনেত্রী পায়েল দে। আর রাহুল মজুমদারকে দেখা যাবে রামের চরিত্রে। জকাল ডট ইন-কে রাহুল মজুমদার বলেন, “আমার কাছে মহালয়া মানে বন্ধুদের সঙ্গে একটু লং ড্রাইভে যাওয়া। এর আগেও মহালয়ায় কাজের প্রস্তাব এসেছিল। তবে মনে হতো,আমি এই চরিত্রগুলোর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারব না। তবে এবার যখন সান বাংলার মহালয়ার প্রস্তাব এল তখন আর না করতে পারিনি। কারণ, খুব পরিচিত টিমের সঙ্গে কাজটা করেছি।”