‘অনুরাগের ছোঁয়া’ শেষ হতেই নতুন পেশায় পা রাখতে চলেছেন রাহুল মজুমদার

 রাহুল মজুমদার

আচমকা শুটিং করতে এসেই জানতে পারেন শেষ হতে চলেছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক। এই বিষয়ে বেশ মন খারাপ অভিনেতা রাহুল মজুমদারের। ধারাবাহিক শেষ হবার খবর মিলতেই নতুন কিছু পরিকল্পনা শুরু করেছেন রাহুল।

ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা, প্রযোজনা সংস্থা খোলার ভাবনাচিন্তা করছেন অভিনেতা। সত্যি কি এমন কোনও পরিকল্পনা রয়েছে অভিনেতার? রাহুলের কথায়, কোনও কিছুই সঠিক ভাবে ভাবেননি।

“সবটাই ভাবনাচিন্তার পর্যায়ে। কোনও কিছুই চূড়ান্ত করিনি। এখনই যদি না করি। আগামিদিনে প্রোডাকশনে মন দেওয়ার ইচ্ছা আছে। নিজের প্রযোজনা সংস্থা খুলতে পারলে ভালই হবে। এখনই চূড়ান্ত কিছু জানাতে চাই না।”

প্রযোজক তথা যিশু পত্নী নীলাঞ্জনা শর্মা রাহুলের খুবই কাছের মানুষ। নীলাঞ্জনার প্রযোজিত ধারাবাহিকে অভিনয়ও করেছেন রাহুল। তাহলে কি এবার নীলাঞ্জনার পথেই পা বাড়াবেন রাহুল?

এ প্রসঙ্গে রাহুল বলেন, “হ্যাঁ, নীলাঞ্জনাদি আমার খুবই কাছের। তবে এই বিষয় নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি।” অভিনয় ছাড়াও অন্য ব্যবসা রয়েছে অভিনেতার।