বড়সড় জালিয়াতির শিকার রাহুল, ঠিক কী ঘটেছে অভিনেতার সঙ্গে?

রাহুল বন্দ্যোপাধ্যায়

বর্তমানে সাধারন মানুষ থেকে তারকামহল, সাইবার ক্রাইম, জালিয়াতি থেকে রেহাই পাচ্ছেন না কেউই। এবার বড়সড় জালিয়াতির খপ্পরে পড়লেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ঠিক কি ঘটনা ঘটে অভিনেতার সাথে?

জানা যাচ্ছে ৫৫০০ টাকা চোট গিয়েছে অভিনেতার। এই প্রসঙ্গে আজকাল ডট ইন-কে রাহুল বলেন, ‘সদ্য একটা গাড়ি কিনেছি। তাই অচেনা নম্বরে একটা ফোন আসায় তড়িঘড়ি ধরে নিই। তারা জানায়, গাড়ির কিছু ইন্সুরেন্সের জন্য ৫৫০০ টাকা লাগবে। ওদের কথা প্রথমে বিশ্বাসযোগ্য মনে হয়। তাই টাকাটা দিয়ে দিই।’

‘পরে যখন গাড়ির কোম্পানির সঙ্গে যোগাযোগ করি, তখন জানতে পারি ওদের এরকম কোনও স্কিমই নাকি নেই। বুঝতে পারি জালিয়াতি হয়েছে আমার সঙ্গে। তখনই থানায় যোগাযোগ করি এবং পরে টাকাটা ফেরত পাই।’

রাহুল আরও বলেন, এক্ষেত্রে একটা বিষয় আশ্চর্যের লাগলো। নম্বরটি ছিল একজন ডেলিভারি বয়ের। যার সঙ্গে এই জালিয়াতির সংস্থার কোনও সম্পর্ক নেই। কিন্তু তাঁর নম্বরটি ব্যবহার করে এই কাজ করা হয়েছে। এর ফলে আমার যেমন টাকা চোট গিয়েছে, তেমনভাবেই তো ওই নির্দোষ ছেলেটিও এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছে অজান্তেই।’

‘কীভাবে এর থেকে মুক্তি পাওয়া যাবে চিরতরে, তার উপায় সত্যিই জানা নেই। এতদিন ভাবতাম আমি খুব চালাক, এসবের খপ্পরে কোনওদিন পড়ব না। কিন্তু আমিও শেষমেশ বোকা হয়ে গেলাম।’

সম্প্রতি এই বিষয়ে সমাজমাধ্যমে রাহুল লেখেন, ‘একজন সাইবার অপরাধী আমার সঙ্গে ৫৫০০ টাকা জালিয়াতি করেছে। আমি কলকাতা পুলিশকে রিপোর্ট করেছি এবং ১২ ঘন্টার মধ্যে আমার টাকা ফেরত পেয়েছি। গল্ফ গ্রিন থানা এবং এসএসডি সাইবার সেলকে অসংখ্য ধন্যবাদ সাহায্য করার জন্য।’