এই অভিনেত্রীর জন্যই আজ জনপ্রিয় নায়ক হয়েছেন রাহুল, ফাঁস করলেন স্বয়ং অভিনেতা

অভিনেতা রাহুল দেব বোস

বর্তমানে দুর্গামণি ও বাঘ মাম্মাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রাহুল দেব বোস। বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ তিনি। এর আগে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি। শুধু সিরিয়ালে নন, কাজ করেছেন সিরিজ এবং সিনেমাতেও।

তবে জানেন কি টেলি পাড়ার একজনের সুবাদেই আজ ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম হয়ে উঠতে পেরেছেন। কে বলুন তো? তিনি আর কেউ নয়, ‘রান্নাঘরের রানী’ সুদীপা চট্টোপাধ্যায়।

সুদীপা চট্টোপাধ্যায়ই রাহুলকে প্রথম কাজের সুযোগ করে দেয়। আর তারপর থেকে প্রতিটা মুহূর্ত সুদীপার পাশে থাকেন রাহুল।

রাহুল দেব বোস

আজ সঞ্চালিকা সুদীপার শুভ জন্মদিন। সুদীপার জন্মদিনে তার সঙ্গে ছবি শেয়ার করে কৃতজ্ঞতা জানান রাহুল। ছবি পোস্ট করে রাহুল লেখেন, ‘আজ যদি তুমি আমাকে একজন হিরো হিসেবে দেখো, তাহলে সেটা একজনের উপর নির্ভর করে! সুদীপা দি আমাকে এমন একজন হিসেবে দেখেছিলেন যার হিরো হওয়ার সম্ভাবনা ছিল এবং তিনি আমাকে প্রথম সুযোগ দিয়েছিলেন! কিন্তু তা ছাড়া, সে আমার জীবনের এক অসাধারণ উপস্থিতি, সবসময় আমাকে উৎসাহিত করেছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমাকে পথ দেখিয়েছে! শুভ জন্মদিন দিদি’।

 

View this post on Instagram

 

A post shared by Rahul Dev Bose (@rahuldevbose)