স্টার জলসার পর্দায় খুব শীঘ্রই আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’। গল্পে তৃণা সাহা ও ইন্দ্রজিৎ বসু’র জুটি বেঁধে ফিরছেনেই ধারাবাহিকের হাত ধরে। জানা যাচ্ছে, ব্লুজ প্রোডাকশনের আসন্ন ধারাবাহিকের হাত ধরে আরও এক অভিনেত্রী পর্দায় কামব্যাক করছেন। কে তিনি?
তিনি হলেন অভিনেত্রী টুম্পা ঘোষ। একসময় জি-বাংলার পর্দার একজন জনপ্রিয় নায়িকা ছিলেন টুম্পা ঘোষ। যাকে দর্শক ‘রাগে অনুরাগে’ সিরিয়ালের ‘কড়ি-কোমল’ হিসাবে বেশি চেনেন। প্রায় আট বছর আগে ‘রাগে অনুরাগে’ ধারাবাহিকের হাত ধরেই দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছিলেন টুম্পা ঘোষ।
‘বিধির বিধান’, ‘রাঙিয়ে দিয়ে যাও’, ‘বেদিনী মোলুয়ার কথা’, ‘অগ্নিজল’, ‘জয় কালী কলকাতা ওয়ালী’ , ‘ত্রিশূল’, ‘শ্যামা’-র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। যদিও এখন আর সেভাবে তাঁকে পর্দায় দেখা যায় না।
আচমকাই অভিনয় জগত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন অভিনেত্রী। তবে এতদিন পর অভিনেত্রীর পর্দায় ফেরার খবরে বেজায় খুশি দর্শকমহল। তবে ধারাবাহিক নির্মাতারা এখনও এই বিষয়ে কোন কিছু জানায়নি।