গান করে রাতারাতি ভাইরাল হওয়া বাদাম কাকু এবং রানাঘাটের রেলস্টেশন থেকে উঠে আসা রানু মণ্ডলকে নিয়ে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় চর্চা হয়। একসময় রেলস্টেশনে বসে গান গাইতে গাইতে রাতারাতি ভাইরাল হয়ে যান রানু মণ্ডল। এরপর মুম্বাইয়েও পৌঁছে যান তিনি। এমনকি হিমেশ রেশমিয়ার সঙ্গে গানও গান। গানটি বেশ হিট হয়েছিল। কিন্তু নিজের ভাগ্যের দোষেই সেই জনপ্রিয়তা খুব বেশিদিন ধরে রাখতে পারেননি।
সোশ্যাল মিডিয়ায় রানু মণ্ডল প্রায়ই ট্রোলড হয়ে থাকেন। কখনো আজগুবি কথা বলে আবার কখনো গান করে। মাঝেমধ্যেই রানাঘাটে তাঁর বাড়িতে গিয়ে উপস্থিত হন ইউটিউবাররা। তবে এই মুহূর্তে আবার তিনি শিরোনামে বেশ কিছু ছবি নিয়ে।
আসলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কয়েকটি ছবি, যা হুবহু দেখতে রানু মণ্ডলের মতো। কিন্তু এই ছবিতে নতুন মেকওভার করে একবারে আমূল পরিবর্তন তাঁর লুকে। সারা গায়ে হীরের গয়না, অসাধারণ মেকআপ, চেনাই যাচ্ছে না তাঁকে। ফেসবুকে এই ছবি পোস্ট করে দাবি করা হয়েছে, পুজোর আগে রানু মন্ডলের নতুন মেকওভার।
তবে বলে রাখি, রানু মণ্ডলের এই ছবিটি কিন্তু ফেক। ভীষণভাবে এডিট করা হয়েছে । তাছাড়া রানু মণ্ডল নামক একটি ফেক একাউন্টে থেকে ছবিগুলি শেয়ার করা হয়েছে। তবে অধিকাংশ নেটিজেন ভেবেই নিয়েছেন ছবিটি সত্যিই রানু মণ্ডলের। তাঁর কমেন্ট বক্সে প্রশংসাও জানিয়েছেন।