সম্প্রতি টেলিভিশনের পর্দায় আসছে আরও এক নতুন ধারাবাহিক ‘দুগ্গামণি ও বাঘ মামা’। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় থাকছেন ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিক খ্যাত মানালী দে ও বিপরীতে অভিনেতা রাহুল দেব বসু। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে আরও একটি চরিত্র, তবে সে একজন খুদে শিল্পী।
জানা যাচ্ছে, এই চরিত্রে দেখা যাচ্ছে রাধিকা কর্মকারকে। যাকে এর আগে দর্শক ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকে ‘মিহি’র চরিত্রে দেখেছে। তবে আসন্ন ধারাবাহিকে গল্পে সকলের নজর কাড়তে আসছে এই খুদে শিল্পী। এবার সে দেবী দুর্গার আরাধ্যা।
গল্পে মানালি হারিয়েছে তার মেয়েকে, ছোট্ট রাধিকাকে দেখে তার নিজের মেয়ের কথা মনে পড়ে। তবে কি সেই কি মানালির হারিয়ে যাওয়া মেয়ে? সেই উত্তর দিতেই পর্দায় আসছে দুগ্গামণি ও বাঘ মামা।