‘বাবা-মা খুব ছোট্ট একটা ফ্ল্যাটে…’ বাবা-মার স্মৃতিতে কেঁদে ভাসালেন রচনা

রচনা ব্যানার্জি

সম্প্রতি দিদি নম্বর ওয়ানের হাজার পর্বের উদযাপনে উপস্থিত ছিলেন মিস জোজো। দিদির মঞ্চে এসে অনেকেই দিদিকে তাদের জীবনের গল্প জানায় আর তাদেরকে অনুপ্রেরনা যোগায় রচনা। এদিন দিদি নম্বর ওয়ানের মঞ্চে নিজের জীবন যুদ্ধের কথা বলতেই কান্নায় ভেঙে পরেন রচনা।

এদিন জোজোর প্রশ্ন ছিল ঝুমঝুম ব্যানার্জি থেকে রচনা ব্যানার্জি হওয়ার সফরতা ঠিক কেমন ছিল? প্রশ্নের উত্তরে রচনা জানান, ‘আমার বাবা-মা আমাকে খুব ছোট্ট একটা ফ্ল্যাটে মানুষ করেছিল। সব থেকে বড় স্বপ্ন ছিল বাবা-মাকে একটা ভালো ঘর করে দেব। যখন ফ্ল্যাটটা কিনলাম, বাবা-মা’র মুখে যে হাসিটা দেখেছিলাম, মনে হয়েছিল এই কষ্টটা সার্থক’। কথা বলতে বলতেই চোখের জল আটকে রাখতে পারেনি সঞ্চালিকা।

অভিনয় জগতের চেয়েও দিদি নম্বর ওয়ানের সঞ্চালিকা হিসাবে বেশি পরিচিতি পেয়েছেন অভিনেত্রী। সাউথ সিটি কলেজে পড়াকালীন সৌন্দর্য প্রতিযোগিতায় যোগদান, সেখান থেকে মিস ইন্ডিয়ার মঞ্চে, আর তারপর বাংলা ছবির পর্দায় ঝুমঝুম থেকে রচনা হয়ে ফেরেন তিনি।