‘দিদি নম্বর ওয়ান’ থেকে সরে যাচ্ছেন রচনা! ‘দিদি’র বদলে মঞ্চে আসছেন নতুন সঞ্চালক

দিদি নম্বর ওয়ান

‘দিদি নাম্বার ওয়ান’ মানেই রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা ছাড়া এই অনুষ্ঠান যেন ভাবতেই পারেননা দর্শক। মাঝে অন্য সঞ্চালিকা এলেও অনুষ্ঠানটি সেই ভাবে এগিয়ে নিয়ে যেতে পারেননি বলেই আবারও ‘দিদি নাম্বার ওয়ান’এর মঞ্চে ফিরে আসতে হয় রচনাকে।

ভোটে দাঁড়ানোর পর রাজনৈতিক দায়িত্ব অনেকটাই বেড়েছে রচনার। মাঝেমধ্যেই ব্যস্ত হয়ে পড়ছেন রাজনৈতিক কর্মকান্ডে। তবে এবার ব্যক্তিগত কারণ বা রাজনৈতিক কারণ যাই হোক না কেন, ‘দিদি নাম্বার ওয়ান’ ছেড়ে দিতে হল রচনা বন্দ্যোপাধ্যায়কে।

তাহলে রচনার বদলে কাকে দেখা যাবে সঞ্চালনার ভূমিকায়? রচনা যে একেবারেই ‘দিদি নম্বর ওয়ান’ ছেড়ে দিচ্ছেন এমনটা নয়। মাত্র তিনটি পর্বে থাকবেন না তিনি। এই তিন দিনে শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলাবেন মীর আফসার আলি।

সম্প্রতি জি বাংলার তরফে একটি প্রোমো প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে প্রতিযোগীরা পর্যন্ত খেলতে এসে খুঁজছেন রচনা বন্দ্যোপাধ্যায়কে। আর সেই সময়ই বেরিয়ে আসেন মীর। জানতে চান, কাকে খুঁজছেন সকলে? এরপরই জানান ১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত তিনটি পর্বে ‘দিদিদের জয়গান’ গাইবেন মীর।

আপাতত সঞ্চালনার দায়িত্ব মীর নিতেই অনেকে যেমন খুশি হয়েছেন, তেমন অনেকেই মিস করবেন রচনা বন্দ্যোপাধ্যায়কে। মীর সঞ্চালিত এই তিন পর্ব বিকেল চারটে থেকে দেখা যাবে পর্দায়।