‘কথা বললেই খরচা করতে হবে’…‘মিঠাই’-খ্যাত অভিনেতা দেবরাজের কথা শুনে হাসিতে ফেটে পড়লেন রচনা

দিদি নং ১

সদ্য জি-বাংলার অফিশিয়াল পেজে ‘দিদি নং ১’ একটি নতুন ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা টেলি পাড়ার ৪ দম্পতি খেলতে এসেছে। রয়েছে  মৌমিতা চক্রবর্তী, অভিনেত্রী নবনীতা দে, অভিনেতা রাজা চট্টোপাধ্যায়, রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদীপ সরকার সহ দেবরাজ মুখোপাধ্যায় প্রমুখ অভিনেতারা।

অভিনেতা দেবরাজ মুখোপাধ্যায় বাংলা টেলিভিশনে এক জনপ্রিয় মুখ। একাধিক ধারাবাহিকে ভিলেন চরিত্রে অভিনয় করে থাকেন। মিঠাই ধারাবাহিকে অভিনয় করে সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেছিলেন।

দিদি নং ১ এর মঞ্চে স্ত্রীকে নিয়ে খেলতে এসেছিলেন অভিনেতা। আর স্ত্রীর প্রসঙ্গে কথা বলতে গিয়ে দেবরাজ জানান, ‘কথা বললেই খরচা দিদি। এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে। ভালো লাগার আর শেষ নেই দিদি।’

দেবরাজের মুখে একথা শুনে হাসিতে লুটোপুটি খান রচনা। দিদি নং ১ এর এই প্রোমো বেশ উপভোগ করেছেন নেটিজেনরা। ১১ এপ্রিল শুক্রবার এই পর্বটি আপনারা পর্দায় দেখতে পারবেন।