‘রচনা’স ক্রিয়েশন’ নাম নকল করে চলছে ব্যবসা, সকলকে সাবধান করলেন রচনা ব্যানার্জী

রচনা ব্যানার্জী

অনেকেই জানেন কিছুদিন আগেই নিজের শাড়ির ব্যবসা শুরু করেছেন অভিনেত্রী তথা ‘দিদি নং ১’ এর হোস্ট রচনা ব্যানার্জী। নাম রচনা’স ক্রিয়েশন। শাড়ির ব্যবসা শুরু করার পর থেকে নিন্দুকদের কাছে কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে।

প্রসঙ্গত বাবা মারা যাওয়ার পর শোকে নিজেকে কিছুদিন ঘরবন্দি রেখেছিলেন। সেইসময় রচনা’স ক্রিয়েশনের পুরনো লাইভ ভিডিও শেয়ার করতেন। সেই সুযোগ নিয়েই কিছু অসাধু ব্যবসায়ী ব্যবসার নাম নকল করে ক্রেতাদের কাছে শাড়ি এবং অন্যান্য জামা কাপড় বিক্রি করতে শুরু করেন।

সোশ্যাল মিডিয়া মাধ্যমে সকলকে সাবধান করেন রচনা ব্যানার্জী। পোস্টের মাধ্যমে অভিনেত্রী জানান, তার ব্যবসায়িক ফোন নাম্বার এবং ভেরিফাইড পেজ থেকেই তিনি কেবল মাত্র তাঁর শাড়ী বিক্রি করেন। অন্য কোথাও থেকে কেউ তার নাম করে শাড়ি বিক্রি করলে তা অর্ডার করতে বারণ করছেন অনুরাগীদের।

সূত্রঃ kolkatajournal . com/entertainment-news/bengali-serial/rachana-banerjee-warned-followers-from-fraud-businessman-12388

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here