শাড়ির ব্যবসা করা কি খারাপ? ট্রোলারদের কটাক্ষের জবাব দিলেন রচনা ব্যানার্জি

অভিনেত্রী রচনা ব্যানার্জি

পুজোর আগেই নিজের ফ্যাশন কালেকশন লঞ্চ করেছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি । রচনা’স ক্রিয়েশনের মাধ্যমে অনলাইনে শাড়ি বিক্রি করছেন অভিনেত্রী। ফেসবুক লাইভে এসে শাড়ি বিক্রির জন্য ব্যাপক ট্রোলড হয়েছেন অভিনেত্রী। ছোট ছোট শাড়ি বিক্রেতা অখুশি। তাদের দাবি, তাদের পেটে লাথি মারছেন দিদি।

রচনাকে ট্রোল করে অনেকে বলছেন, ‘ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছেন না তাই বাধ্য হয়ে শাড়ি বিক্রি করতে বসেছেন রচনা’, কেউ আবার বলছেন-“এই একই শাড়ি গড়িয়াহাটেও অনেক সস্তায় পাওয়া যায় রচনা’স ক্রিয়েশন থেকে কিনবেন কেন? কেউ কেউ আবার বলছে, সেলেব্রিটিরা বুটিক খুলে বসলে, যাঁরা ছোট ব্যবসায়ী তাঁদের ক্ষতি হয়ে যাবে। কারো আবার দাবি, রচনা বেশি দামে শাড়ি বিক্রি করছেন।

ট্রোলারদের এবার যোগ্য জবাব দিলেন অভিনেত্রী। সোমবার ফেসবুক লাইভে শাড়ি প্রদর্শন করবার আগে সব কটাক্ষের হাসি মুখে জবাব দেন। অভিনেত্রী বলেন, “অনেকেই হয়তো দুঃখ পেয়েছে আমি শাড়ি বিক্রি করছি দেখে। তবে তাদের জন্য বলব, রচনা পথপ্রদর্শক। শাড়ি বিক্রি করা কোনও ছোট কাজ নয়, আপনারাই বলুন না,‘শাড়ির ব্যবসা করা কি খারাপ? ‘।

রচনা ব্যানার্জি আরও জানিয়েছেন, “আমার থেকেই সবাই নেবে এমন কোনও ব্যাপার নেই তাই যাঁরা শঙ্কিত হচ্ছেন তাঁদের ভয় পাওয়ার কারণ নেই’।

তার আগেই অভিনেত্রী-সঞ্চালক সুদীপা বন্দ্যোপাধ্যায়ও নিজের বুটিক খুলেছেন। গায়িকা লোপামুদ্রা মিত্রের নিজস্ব বুটিক রয়েছে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here