‘রাস্তাঘাটে বেরোলেই লোকজন বলছে ধ্যাষ্টা জ্যাঠু’, ‘নিম ফুলের মধু’র জেঠু অখিলেশের কথায় হাসিতে ফেটে পড়লেন রচনা বন্দ্যোপাধ্যায়

রচনা বন্দ্যোপাধ্যায়

বর্তমানে বাংলা ধারাবাহিকের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী শর্মা এবং অভিনেতা রুবেল দাস। নায়ক নায়িকা বাদেও আরও একটি চরিত্রে দর্শকের খুব প্রিয় সেটি হল সৃজনের ‘জ্যাঠামশাই’ অখিলেশ। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সুব্রত গুহ রায়।

সিরিয়ালে ‘জ্যাঠামশাই’-কে প্রায়ই কথায় কথায় একটা ডায়লগ বলতে শোনা যায় ‘ধ্যাষ্টামো হচ্ছে!’ তাই দর্শকেরাও তার নাম দিয়েছে ‘ধ্যাষ্টামো জেঠু’। বলাই বাহুল্য, তার চরিত্রটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

সম্প্রতি ‘দিদি নং ১’ ধারাবাহিকে স্ত্রীকে নিয়ে খেলতে এসেছিলেন অভিনেতা সুব্রত গুহ রায়। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে ‘জ্যাঠামশাই’ চরিত্রের ডায়লগ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় তাকে বলেন, ‘এখানে কী হচ্ছে দাদা?’ উত্তরে অভিনেতা জানান, ‘পুরো ধ্যাষ্টামো’।

রচনা জিজ্ঞেস করেন ‘রাস্তাঘাটে লোকজন দেখলে আপনাকে এখন কি বলছে।” অভিনেতা জানান, “রাস্তায় বেড়ালেই বলে ‘ধ্যাষ্টা জ্যাঠু।’ অভিনেতার মুখে এই কথা শুনে হাসিতে ফেটে পড়েন রচনা।