
১৮ তে পা দিল রচনার ছেলে রৌনক তথা প্রণীল। দিদি নম্বর ১-এ সঞ্চালিকার ভুমিকা হোক কিংবা রাজনীতির মঞ্চ, সবটা সামলেও ছেলেকে রীতিমত চোখে হারান রচনা বন্দ্যোপাধ্যায়। গত রবিবার ছিল রচনা পুত্র প্রণীল বসু’র শুভ জন্মদিন।
প্রতি বছরই রচনা ছেলের জন্মদিন পালন করে থাকেন কাছের মানুষদের নিয়ে। তবে এই বছরটা একটু বিশেষ, কারণ ছেলে প্রণীলের ১৮ বছরে পা দিল। এদিন ছোটবেলার থেকে শুরু করে এখন পর্যন্ত মা-ছেলের কাটানো সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পত করেন রচনা।
ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রচনা লেখেন, ‘আমার সে দিনের ছোট্ট ছেলেটা আজ আমার বন্ধু। আমাদের আদরের পুত্র, যেন চোখের নিমেষে বড় হয়ে গেল। তুমি এখন অফিশিয়ালি একজন প্রাপ্তবয়স্ক। ১৮ বছরে পা দিয়েছো। তুমি আমাদের জীবন আনন্দে ভরিয়ে দিয়েছো। তোমার আগামীর প্রতিটা মুহূর্ত দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
রচনা আরও লেখেন, ‘মনে রেখো প্রতিটি বড় সাফল্য আসে অনেক চেষ্টার পর। জীবনে এগিয়ে যাও এবং এমন কিছু করার চেষ্টা করো যাতে এই পৃথিবীতে নিজের একটা ছাপ রেখে যেতে পারো। তোমাকে নিয়ে আমি গর্বিত এবং এই পৃথিবীতে সব কিছুর ঊর্ধ্বে আমার জীবনে তোমার স্থান।’
২০০৭ সালে জন্মায় রচনা ও প্রবাল বসুর ছেলে প্রণীল। ছেলে হওয়ার কিছুদিনের মধ্যেই রচনা আর প্রবাল আলাদা থাকতে শুরু করে। সিঙ্গল মাদার হিসাবেই প্রণীলকে বড় করে তুলেছেন রচনা। এই বছর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছেন রচনা-পুত্র। যদিও খুব একটা লাইমলাইটে আসতে পছন্দ করেন না প্রণীল। তবে ছেলেকে পড়াশুনা করানো থেকে শুরু করে ছেলেকে নিয়ে বেড়াতে যাওয়া, কাজ সামলে সব দায়িত্ব পালন করেন রচনা।
View this post on Instagram