রচনার দ্বিতীয় বিয়ের ছবি ভাইরাল! বিয়েতে কেমন সেজেছিলেন অভিনেত্রী?

রচনা বন্দ্যোপাধ্যায়

রচনা বন্দ্যোপাধ্যায়, আলাদা করে তার পরিচয় দেবার মত কিছু নেই। আট থেকে আশি দিদি নম্বর ওয়ানের দৌলতে সকলেই তাকে কমবেশি চেনে। ইতিমধ্যে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যোগ দিয়েছেন অভিনেত্রী। ২০২৪-এর লোকসভা নির্বাচনে হুগলির সাংসদ নির্বাচিত হন রচনা।

ব্যক্তিগত জীবনে ছেলে প্রণীল বসু্কে নিয়েই সুখের সংসার রচনার। স্বামী প্রবাল বসুর সঙ্গে ডিভোর্স না হলেও দীর্ঘদিন তারা এক ছাদের তলায় থাকতেন না। সম্প্রতি ফেসবুকের পাতায় দেখা মিলেছে রচনা বন্দ্যোপাধ্যায় ও প্রবাল বসুর বিয়ের কিছু ছবি। যেখানে কনের বেশে দেখা গেল রচনাকে সাথে চিরাচরিত বাঙালি বরের সাজে দেখা গেল প্রবাল বসুকে।

ছবিতে সিঁদুর দান থেকে মালাবদল, এমনকি গায়ে হলুদের ছবিও উঠে এসেছে। এটা ছিল রচনার দ্বিতীয় বিয়ে। এর আগে ওড়িয়া অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্রকে ভালোবেসে বিয়ে করেছিলেন রচনা। কিন্তু সেই সম্পর্ক খুব বেশিদিন টেকেনি। ২০০৪ সালে ভেঙে যায় বিয়ে। ২০০৭ সালে দ্বিতীয় বিয়ে সারেন রচনা।