ইতিমধ্যেই টলিপাড়ার একাধিক তারকা পৌঁছে গেছিলেন প্রয়াগরাজে মহাকুম্ভে। পুণ্য অর্জনের তাগিদে শুধু তারকাই নয়, লক্ষ লক্ষ ভক্ত পৌঁছে গেছে এই পুণ্যভূমিতে। এদিন ত্রিবেণী সঙ্গমে গিয়ে পুণ্যস্নান সেরে নেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।
পুণ্যস্নানের কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন হুগলির সাংসদ রচনা। যেখানে গেরুয়া বসন পরে মাথায় তিলক কেটে ত্রিবেণী সঙ্গমের মাঝে জলে পুণ্যস্নান সেরেছেন রচনা। তবে রচনা একা নন, তার সাথে বেশ কয়েকজনকে দেখা যায়। ছবি পোস্ট করে রচনা লেখেন, ‘আমরা ধন্য.…সারা জীবনের জন্য এটা একটা অভিজ্ঞতা’। রচনার এই পোস্টে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাকে।
View this post on Instagram
ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে পুণ্যস্নানের কয়েক টুকরো ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন হুগলির সাংসদ। যেখানে গেরুয়া বসনে, কপালে কমলা টিপ পরে দেখা গিয়েছে সাংসদ-অভিনেত্রীকে। নৌকা করে ত্রিবেণী সঙ্গমের মাঝে গিয়ে জলে নামেন রচনা। তারপর দেন ডুব। মহাকুম্ভের বেশকিছু ঝলক ইনস্টাস্টোরিতে পোস্ট করেছেন তিনি নিজেই। তবে শুধু রচনা একা নন, তাঁর সঙ্গে পুণ্যস্নানে দেখা যায় আরও বেশ কয়েকজনকে। ছবিগুলি পোস্ট করে তিনি লেখেন, ‘আমরা ধন্য.…সারা জীবনের জন্য এটা একটা অভিজ্ঞতা’।
রচনার এই পোস্ট অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে সংসদের বাজেট অধিবেশনের ফাঁকে দিল্লি গিয়ে বাবা রামদেবের সঙ্গেও দেখা করেন অভিনেত্রী। সেই ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেন রচনা। সেখানে দেখা যাচ্ছে তিনি বাবা রামদেবের পাশে বসে আছেন একটি সোফায়, তাঁর পিঠে হাত রেখে হাসিমুখে পোজ দিচ্ছেন যোগগুরু। সেসময় অভিনেত্রী, তথা সাংসদের পরনে ছিল কালো কুর্তি, প্যান্ট এবং উলিকটের মাফলার।
আবার সংসদ ভবনের বাইরে জুন মালিয়া, সায়নী ঘোষ সহ মহিলা সাংসদদের পাশে দাঁড়িয়ে ছবি তুলে পোস্টও করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেদিন জুন এবং সায়নীকে শাড়িতে দেখা গেলেও, রচনা পরেছিলেন চুড়িদার।
প্রসঙ্গত এবার মহাকুম্ভে পুণ্যস্নান করতে টলিপাড়া থেকে গিয়েছিলেন অনেকেই। মৌনি আমাবস্যায় পরিবারের সঙ্গে মহাকুম্ভে গিয়েছিলেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। অন্যদিকে ওই দিনই ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেন টলিপাড়ার প্রযোজক রানা সরকার, শ্রীকান্ত মোহতা সহ আরও অনেকেই। তাঁরাও প্রয়াগরাজ থেকে নানান ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।