ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাসের আরেক নামই নাস্তিকতা। নাস্তিকতা বিশ্বাস নয় বরং অবিশ্বাস এবং যুক্তির ওপরই প্রতিষ্ঠিত। নাস্তিক সেই সকল মানুষকে নির্দেশ করে যারা ঈশ্বরের অস্তিত্ব নেই বলে মনে করে। পাশাপাশি প্রচলিত ধর্মগুলোর প্রতি অন্ধবিশ্বাস কে যুক্তির দ্বারা ভ্রান্ত বলে প্রমাণ করে। আজকের নিবন্ধে রইল নাস্তিকতা নিয়ে উক্তি, যা দিন দিন বেড়ে চলা মুক্ত চিন্তা ও সংশয়বাদী চিন্তাধারা ও ধর্মসমূহের সমালোচনা বৃদ্ধির পাশাপাশি নাস্তিকতার প্রভাব কমাতে সকল মানুষদের উদ্বুদ্ধ করবে।
আরও পড়ুনঃ আধ্যাত্মিক উক্তি যা সকলকে অনুপ্রেরণা দেবে
নাস্তিকতা নিয়ে উক্তি
ধর্মকে সাধারণ মানুষ সত্য, জ্ঞানীরা মিথ্যা এবং শাসকেরা দরকারী বলে মনে করে। – এডওয়ার্ড গিবন
নাস্তিকরা নিজেদের বেশিরভাগ ক্ষেত্রেই জ্ঞানী মনে করে থাকেন, কিন্তু আদতে তাদের জ্ঞানের পরিধি অশিক্ষিতদের থেকেও সীমিত।
সমস্ত চিন্তাশীল মানুষ নাস্তিক। – আর্নেস্ট হেমিংওয়ে
মানুষ কি ঈশ্বরের ভুলে সৃষ্ট, নাকি ঈশ্বর মানুষের ভুলে সৃষ্ট? – ফ্রেডরিক নিটসে
তোমাদের কাছে আমি নাস্তিক, কিন্তু ঈশ্বরের কাছে আমি শুধু একজন অন্ধ বিশ্বাসের বিরোধী। – উড এলেন
আরও পড়ুনঃ 50 টি বাস্তবতা নিয়ে উক্তি ও স্ট্যাটাস
আমি ঈশ্বর বিশ্বাস করি না, তাই বলে আমি নাস্তিকও নই। – আলবেয়ার কামুর
নাস্তিকতা ধর্মীয় মতবাদের উপস্থিতিতে যুক্তিসঙ্গত মানুষদের আওয়াজ ছাড়া আর কিছুই নয়। – স্যাম হ্যারিস
নাস্তিকতার সাথে বিজ্ঞানের কোন সম্পর্ক নেই।
মানব জীবন উপলব্ধির বাইরে আর কোন কিছু নেই এমনটাই বিশ্বাস করে এই দুনিয়ার বেশিরভাগ নাস্তিকরা।
যে বিজ্ঞানকে অল্প জানবে সে হবে নাস্তিক, অন্যদিকে যে বিজ্ঞানকে ভালো ভাবে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে। – ফ্রান্সিস বেকন
নাস্তিকতা নিয়ে সেরা লাইন
নাস্তিকতা কোনো ধর্ম নয়। বরং ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাস বা বিশ্বাসের অভাব।
নাস্তিকতা কেবল ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ, তার বাইরে নাস্তিকতা কোন কিছুই দাবি করে না।
নাস্তিকতা হল একটি মনোভাব, যা বিশ্বকে বস্তুনিষ্ঠভাবে দেখে, নির্ভীকভাবে, সর্বদা প্রকৃতির একটি অংশ হিসাবে সবকিছু বোঝার চেষ্টা করে।
আরও পড়ুনঃ 40 টি সুফিবাদ নিয়ে উক্তি । Sufi Quotes
একজন আস্তিকের মধ্যে নৈতিকতা, নীতিজ্ঞান ও মূল্যবোধ প্রবল। অন্যদিকে একজন নাস্তিকের মধ্যে নৈতিকতা, নীতিজ্ঞান ও মূল্যবোধ বড়ই শিথিল।
নাস্তিক মানুষদের কাছে ঈশ্বর কুসংস্কার এবং তথ্য বা জ্ঞানের অভাবের উপর ভিত্তি করে।
নাস্তিকরা প্রায়শই আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভে অক্ষম।
ধার্মিক মানুষরা মানব উপলব্দির সীমাবদ্ধতা বিনা দ্বিধায় স্বীকার না করতে পারলেও নাস্তিক মানুষরা তা অনায়াসেই করতে পারে।
আরও পড়ুনঃ 50 টি মনুষ্যত্ব নিয়ে উক্তি ও বাণী সমূহ
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন ও উত্তরঃ
Q. নাস্তিক কাদের বলা হয়?
A. সৃষ্টিকর্তার অস্তিত্বে অবিশ্বাসী মানুষদেরকেই বলা হয় নাস্তিক।
Q. নাস্তিকতা নিয়ে উক্তি কি হতে পারে?
A. মানুষ কি ঈশ্বরের ভুলে সৃষ্ট, নাকি ঈশ্বর মানুষের ভুলে সৃষ্ট? – ফ্রেডরিক নিটসে