কবর নিয়ে উক্তি, কবর নিয়ে কিছু কথা

কবর নিয়ে উক্তি

মানুষ মাত্রই মরণশীল। সকল মানুষকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর চেয়ে বড় শোক আর কিছু হয় না। মুসলিম ধর্ম অনুযায়ী, মৃত্যুর পর প্রত্যেক ইসলামীদের মৃতদেহকে মাটিতে দাফন করা হয়। আর সেই মৃতদেহ দাফন করা স্থানটিকেই কবর বলা হয়ে থাকে। আজকের পেজে থাকা কবর নিয়ে উক্তি গুলি তুলে ধরা হল।

আরও পড়ুনঃ  40 টি সেরা মৃত্যু নিয়ে উক্তি

কবর নিয়ে উক্তি

এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে। – জসীমউদ্দীন

মুসলিম ধর্মে সকল ইসলামীদের শেষ ঠিকানা হল কবর।

ক্ষনস্থায়ী এই জীবনে অহংকার করে কি লাভ, একদিন তো সকলকেই কবরেই চাপা পড়ে থাকতে হবে।

ইসলামীদের পরকালের জীবনের প্রথম অংশ হল কবর। পরকালের সুখ শান্তি নির্ভর করে এই জীবনে করা কৃতকর্মের উপর।

কবর নিয়ে উক্তি

আরও পড়ুনঃ  40 টি সেরা প্রিয় মানুষের মৃত্যু নিয়ে উক্তি

মৃত্যু একটি জীবনকে শেষ করে, কিন্তু কবর চিরকাল তার স্মৃতি বাঁচিয়ে রাখে।

এই দুনিয়ায় প্রতিটা মানুষই কবরকে ভুলে পার্থিব জীবনের লোভ লালসা নিয়েই ব্যস্ত।

জন্মের পর মৃত্যুই চিরন্তন সত্য। অথচ এই ব্যপারেই আমরা সবচেয়ে বেশি বেখেয়ালী।

নিজেকে নিয়ে অহংকার করার আগে একবার কবরস্থানে ঘুরে এসো, দেখবে তোমার চেয়েও জ্ঞানী মানুষগুলো কবরে শায়িত।

এমনভাবে জীবন যাপন করো যেন কখনো মরতে হবে নাহ, আবার এমনভাবে মরে যাও যেন কখনো বেচেই ছিলে নাহ। – শেখ সাদি

কবর নিয়ে কিছু কথা

কবর নিয়ে কিছু কথা

মানুষ যদি কবরের আযাব বুঝত, তাহলে পরকালের চিন্তায় মগ্ন থাকত, এই দুনিয়ার সম্পদ নিয়ে নয়।

কবরই আমাদের সবার গন্তব্য। কারণ মৃত্যু থেকে কেউ কখনো পালাতে পারে নি।

মানবজাতি, যার শুরু একফোটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় কবরের মৃত্তিকায়।

কবর নিয়ে কিছু কথা

আরও পড়ুনঃ  40 টি সেরা নিঃস্ব নিয়ে উক্তি

রঙিন পোশাক, রূপচর্চা নিয়ে অহংকার করে কি লাভ, জীবনের শেষ যাত্রায় সাদা কাপড়, সুরমা আর আতর ছাড়া কিছু জুটবে না।

জীবিত থাকতেই যার কদর করলে না মৃত্যুর পর তার কবরে ফুল দিয়ে চোখের জল ফেলে কি লাভ।

বেঁচে থাকতে মানুষের মনে এমন ভাবে জায়গা করে নিও, যাতে একদিন তুমি কবরে শায়িত থাকলেও মানুষের মনে তোমার জন্য ভালোবাসা থাকে।

আমি আমার মৃত্যুকে মেনে নিতে পারি কিন্তু নিজের চোখের সামনে কবরে শায়িত প্রিয়জনের মৃত অবস্থা মেনে নিতে পারি না।

আরও পড়ুনঃ  কান্না নিয়ে উক্তি

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন ও উত্তরঃ 

Q. কবর নিয়ে উক্তি কি হতে পারে?

A. মুসলিম ধর্মে সকল ইসলামীদের শেষ ঠিকানা হল কবর।

Q. কবর বলতে কি বোঝায়?

A. মুসলিম ধর্ম অনুযায়ী, মৃত্যুর পর প্রত্যেক ইসলামীদের মৃতদেহকে মাটিতে দাফন করা হয়। আর সেই মৃতদেহ দাফন করা স্থানটিকেই কবর বলা হয়ে থাকে।