বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মদুসূধন দত্ত। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তাকে বাংলা কবিতার আধুনিকতার জনকও বলা হয়। এমনকি তিনি বাংলা ভাষায় প্রবর্তন করেছিলেন সনেট ও অমিত্রাক্ষর ছন্দ। তার অন্যতম কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত ‘মেঘনাদবধ কাব্য’। আজকের প্রতিবেদনে রইল অনবদ্য কয়েকটি মাইকেল মধুসূদন দত্তের উক্তি, যা আজও আমাদের অনুপ্রাণিত করে।
মাইকেল মদুসূধন ১৮২৪ সালে যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। হিন্দু কায়স্থ বংশে জন্ম হলেও পরবর্তীতে তিনি খ্রীষ্টধর্ম গ্রহণ করেন। খ্রীষ্ট ধর্মে ধর্মান্তরিত হওয়ার কারণেই, তার নামের পূর্বে মাইকেল যুক্ত হয়। জীবনের প্রথম ভাগে সাহিত্যের প্রতি আকর্ষণের কারণে প্রথমে ইংরেজি ভাষায় সাহিত্য রচনা শুরু করলেও পরবর্তীতে তিনি তার মাতৃভাষা বাংলাতেই লেখালেখি শুরু করেন।
বাংলায় নাটক, প্রহসন ও কাব্য রচনার মাধ্যমে বাংলা সাহিত্যের পটভূমিতে আজও উজ্জ্বল নক্ষত্র হিসাবে তিনি স্থান করে নিয়েছেন।
Read more: 60 টি সেরা কাজী নজরুল ইসলামের উক্তি
মাইকেল মধুসূদন দত্তের উক্তি:
নিশার স্বপন-সুখে সুখী যে কী সুখ তার, জাগে সে কাদিতে।
জম্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে? চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে?
Read more: স্বামী বিবেকানন্দের জীবনী ও বাণী
পালিলাম আজ্ঞা সুখে; পাইলাম কালেমাতৃ-ভাষা-রূপে খনি, পূর্ণ মণিজালে।
দিন দিন আয়ুহীন, হীনবল দিন দিন।
হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন।
মাইকেল মধুসূদন দত্তের অমূল্য বাণী:
গতি যার নীচ সহ নীচ সে দুর্মতি।
বহু দেশে দেখিয়াছি বহু নদ – দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?
Read more: সেরা 50 টি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তি । বাণী । কবিতা
ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারী দশা তবে কেন তোর আজি? যা ফিরি, অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে।
পতঙ্গ যে রঙ্গে ধায় ধাইলি, অদোধ হায় না দেখলি না শুনলি এবে রে প্রাণ কাঁদে।
যথা ধীরে স্বপ্ন-দেবী রঙ্গে সঙ্গে করি
মায়া-নারী-রত্নোত্তমা রূপের সাগরে,
পশিলা নিশায় হাসি মন্দিরে সুন্দরী
সত্যভামা, সাথে ভদ্রা, ফুল-মালা করে।
মাইকেল মধুসূদন দত্তের জনপ্রিয় কবিতা:
কবিতা ১
কি সুরাজ্যে, প্রাণ, তব রাজ-সিংহাসন
বাহু-রূপে দুই রথী, দুর্জয় সমরে,
বিধির বিধানে পুরী তব রক্ষা করে
পঞ্চ অনুচর তোমা সেবে অনুক্ষণ,
সুহাসে ঘ্ৰাণেরে গন্ধ দেয় ফুলবন
যতনে শ্রবণ আনে সুমধুর স্বরে,
সুন্দর যা কিছু আছে, দেখায় দর্শন
ভূতলে, সুনীল নভে, সৰ্ব্ব চরাচরে!
কবিতা ২
হেরি দূরে উর্দ্ধশিরঃ তোমার গগনে,
অচল, চিত্রিত পটে জীমূত যেমতি
ব্যোমকেশ তুমি কি হে, (এই ভাবি মনে)
মজি তপে, ধরেছ ও পাষাণ-মূরতি?
Read more: 50 টি সেরা উইলিয়াম শেক্সপিয়ারের উক্তি ও বাণী সমূহ
কবিতা ৩
এখনও আছে লোক দেশ দেশান্তরে
দেব ভাবি পূজে তোমা, রবি দিনমণি,
দেখি তোমা দিবামুখে উদয়-শিখরে
লুটায়ে ধরণীতলে, করে স্তুতি-ধ্বনি,
আশ্চর্যের কথা, সূৰ্য্য, এ না মনে গণি
অসীম মহিমা তব, যখন প্রখরে,
শোভ তুমি, বিভাবসু, মধ্যাহ্নে অম্বরে
সমুজ্জ্বল করজালে আবরি মেদিনী!
কবিতা ৪
মেনকা অপ্সরারূপী, ব্যাসের ভারতী
প্রসবি, ত্যজিলা ব্যস্তে, ভারত-কাননে,
শকুন্তলা সুন্দরীরে, তুমি, মহামতি,
কণ্বরূপে পেয়ে তারে পালিলা যতনে,
কালিদাস ! ধন্য কবি, কবি-কুল-পতি !
কবিতা ৫
তোমার হরণ-গীত গাব বঙ্গাসরে
নব তানে, ভেবেছিনু সুভদ্রা সুন্দরি;
কিন্তু ভাগ্যদোষে, শুভে, আশার লহরী
শুখাইল, যথা গ্ৰীষ্মে জলরাশি সরে!
কবিতা ৬
দাঁড়াও, পথিক-বর, জন্ম যদি তব
বঙ্গে! তিষ্ঠ ক্ষণকাল! এ সমাধিস্থলে
( জননীর কোলে শিশু লভয়ে যেমতি
বিরাম ) মহীর পদে মহানিদ্রাবৃত
দত্তকুলোদ্ভব কবি শ্রীমধুসূদন!
Read more: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উক্তি । চিরন্তনী বাণী
কবিতা ৭
হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন
তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি,
পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ
পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি।
কবিতা ৮
বসন্তে কুসুম-কুল যথা বনস্থলে,
চেয়ে দেখ, তারাচয় ফুটিছে গগনে,
মৃগাক্ষি – সুহাস-মুখে সরসীর জলে,
চন্দ্রিমা করিছে কেলি প্রেমানন্দ-মনে।
কবিতা ৯
হেরিনু নিশায় তরি অপথ সাগরে,
মহাকায়া, নিশাচরী, যেন মায়া-বলে,
বিহঙ্গিনী-রূপ ধরি, ধীরে ধীরে চলে,
রঙ্গে সুধবল পাখা বিস্তারি অম্বরে!
কবিতা ১০
মৃদু কলরবে তুমি,ওহে শৈবলিনি,
কি কহিছ ভাল করে কহ না আমারে।
সাগর-বিরহে যদি, প্রাণ তব কাঁদে, নদি,
তোমার মনের কথা কহ রাধিকারে-
তুমি কি জান না, ধনি, সেও বিরহিণী?
Read more: 50 টি সেরা অনুপ্রেরণামূলক জ্যাক মার উক্তি
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন ও উত্তরঃ
Q. মাইকেল মদুসূধন দত্ত কোথায়, কতসালে জন্ম গ্রহণ করেন?
A. মাইকেল মদুসূধন দত্ত, ১৮২৪ সালে যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
Q. মাইকেল মদুসূধন দত্ত কতসালে মৃত্যু বরণ করেন?
A. মাত্র ৪৯ বছর বয়সে, ১৮৭৩ সালের ২৯শে জুন কলকাতায় মৃত্যুবরণ করেন এই বাঙালী মহাকবি।
Q. বিখ্যাত একটি মাইকেল মধুসূদন দত্তের উক্তি কি?
A. জম্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে? চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে?
Q. মাইকেল মধুসূদন দত্তের লেখা বিখ্যাত মহাকাব্য কোনটি?
A. মেঘনাদবধ মহাকাব্য।
Q. মাইকেল মধুসূদন দত্তের লেখা সর্বপ্রথম নাটকের নাম কি?
A. ‘শর্মিষ্ঠা’ হল তার লেখা বাংলা সাহিত্যের প্রথম নাটক।