আগেকার বাংলা ধারাবাহিকের জুটিগুলি নস্টালজিয়া। মনে পড়ে ১২ বছর আগের সেই পুপে-গোরা’র জুটি ছোট পর্দা থেকে ক্যারিয়ার জীবন শুরু দুইজনের। স্টার জলসার পুরনো ধারাবাহিক “গানের ওপারে”-রে থেকে পথ চলা শুরু হয়েছিল পুপে-গোরার অর্থাৎ অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং অভিনেতা অর্জুন চক্রবর্তী।
ইয়ং জেনারেশনের কাছে এই জুটি আবেগ। এরপর ‘ক্রিসক্রস’, ‘বাপি বাড়ি যা’-র মতো সিনেমায় একসঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে মিমি-অর্জুনকে। দর্শক তাদের জুটি বেশ পছন্দ করেছিল। শোনা যাচ্ছে ফের বড় পর্দায় ফিরছেন এই জনপ্রিয় জুটি। পরিচালক অরিন্দম শীলের নতুন ছবি “খেলা যখন”-এ একসঙ্গে জুটি বাঁধবেন ‘গানের ওপারে’ জুটি।
ছবিতে মিমির চরিত্রের নাম ঊর্মি। কোমা থেকে ফিরে একটা মেয়ের ভাবনাচিন্তা সকলের চেয়ে আলাদা। ক্রামগত সমাজের সাথে টিকে থাকার লড়াই চালিয়ে যেতে হয়। আগামী ২-রা ডিসেম্বর মুক্তি পাবে এই ধারাবাহিক।