খুশির খবর! দ্বিতীয়বার বাবা হলেন এই জনপ্রিয় অভিনেতা, ঘরে এলো ছোট্ট সদস্য

হার্ডি সান্ধু

অপেক্ষার অবসান শেষে ঘরে এলো ছোট্ট সদস্য। দ্বিতীয়বার বাবা হলেন জনপ্রিয় অভিনেতা, পুত্র না কন্যা, ঘরে এল কে? সদ্যই খুশির খবর জানালেন।

নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডলে পরিবারে নতুন সদস্য আসার সুখবর ভাগ করে নিয়েছেন হার্ডি ও তাঁর স্ত্রী জেনিথ। পোস্টে দেখা যাচ্ছে সদ্যজাতর হাতের পাশে আরও তিনটি হাত। চলতি বছরেই মেটারনিটি ফটোশুটের ছবি শেয়ার করে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকার কথা সকলকে জানিয়েছিলেন জেনিথ।

তবে পুত্র না কন্যাসন্তান কে এল তা এখনও জানাননি তাঁরা। অভিনেতার পোস্টে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন হার্ডি ও জেনিথকে তাঁদের জীবনের নতুন শুরুতে।

হার্ডি সান্ধু

 

View this post on Instagram

 

A post shared by Harrdy Sandhu (@harrdysandhu)