মত পরিবর্তন! ‘পুবের ময়না’ ঘিরে বড় সিদ্ধান্ত চ্যানেলের

পুবের ময়না

শেষ হয়েও হল না শেষ । দর্শকের ইচ্ছেতেই অবশেষে মত পরিবর্তন করল চ্যানেল। অনেকেই হয়তো জানেন জি-বাংলার ‘পুবের ময়না’ ধারাবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন চ্যানেল কর্তৃপক্ষ। শেষ শুটিংও সেরে ফেলেছিলেন ধারাবাহিকের কলাকুশলীরা।

তবে আচমকাই এই ধারাবাহিক ঘিরে খুশির খবর শোনা যাচ্ছে টেলি পাড়ার অন্দর মহলে। ‘পুবের ময়না’ ধারাবাহিকের দর্শকেরা জানলে খুশি হবে, আপনাদের প্রিয় ধারাবাহিক এখনি বন্ধ হচ্ছে না। হ্যাঁ, এখনি বন্ধ হচ্ছে না পুবের ময়না ধারাবাহিক। আবার শুটিং ফিরবেন নায়ক-নায়িকা সহ বাকিরা। দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

প্রসঙ্গত, এই মেগা উঠে এসছিল দুই বাংলার গল্প। এক অন্যধারার গল্প বুনছিল এই মেগা। রোদ্দুর আর ময়নার রসায়নও বেশ জমে উঠেছিল। অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছে এই মেগা ধারাবাহিক।