পুবের ময়না ধারাবাহিকের নায়িকার চরিত্রে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন অভিনেত্রী ঐশানী দে। সিবিএসই বোর্ড থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছিলেন ঐশানী। ১৪ ঘণ্টা শুটিং সামলে পড়াশুনো করা নায়িকাদের জন্য চাপের বিষয় হয়ে ওঠে।
শত ব্যস্ততার মধ্যে শুটিং সামলে দারুণ রেজাল্ট করেছেন ছোটপর্দার ময়না। Hindustan Times Bangla-কে অভিনেত্রীর মা অঞ্জনা দে মুখোপাধ্যায় জানান, ‘ওর রেজাল্ট খুবই ভালো হয়েছে। এবার ও ৯২ শতাংশ নম্বর পেয়েছে। এটা যে ও পাবে, আমরা তো ভাবতেও পারিনি। কারণ যখন ঐশানীর পরীক্ষা চলছিল তখন ওর শ্যুটিংও চলছিল। ও পরীক্ষা দিয়ে শ্যুটিং করতে গিয়েছে, এদিকে রাতে হয়ত মাত্র ১-২ ঘণ্টা পড়ার সময় পেয়েছে। তারপরেও ৩টি বিষয়ে ওর প্রায় ১০০-র কাছাকাছি নম্বর আছে। এর মধ্য়ে রয়েছে পেইনটিং, পলিটিক্যাল সাইন্স ও মাস মিডিয়া। ও আঁকাআঁকি করতে খুবই ভালোবাসে। ওর প্রধান বিষয়ই হল পেইনটিং। সেটাতে ও খুবই ভালো রেজাল্ট করেছে ও। ৬০০-র মধ্যে ৫৩০ পেয়েছে। এই তিনটি সাবজেক্টের জন্য অল ইন্ডিয়াতে ১২.৫ র্যাঙ্কিং-এ পেয়েছে ঐশানী। আমরা খুব খুশি।’
ঐশানীর মা আরও জানান, ‘আমি ভেবেছিলাম, মেয়ে হয়ত ৭০-৮০ শতাংশ পেয়ে যাবে। কারণ কাজ করতে করতে ও পড়াশোনা করেছে। আমরাও ওকে খুব একটা চাপ দিইনি। তবে ঐশানীর একটা জেদ ছিল, যে লোকে বলে অভিনয় করে পড়াশোনা হয় না। ও সেটা প্রমাণ করব যে করা যায়। ও পড়াশোনাটা ভালোবেসে করে, হয়ত কাজের জন্য ১৪ ঘণ্টা পড়তে বসতে পারে না।’
IAS বা IFS- দেওয়ারও ইচ্ছে রয়েছে রয়েছে ঐশানীর। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি, এমনটাই জানিয়েছেন তার মা।