গর্বিত গোটা বাংলা! UPSC পরীক্ষায় জিও সাইন্স-এ ৩৬ র্্যাঙ্ক করে তাক লাগালেন বাঁকুড়ার মেয়ে অর্পিতা , কুর্নিশ জানালেন নেটিজেনরা

বাঁকুড়ার মেয়ে অর্পিতা

গোটা দেশে নজির গড়ল বাঁকুড়ার মেয়ে অর্পিতা সিংহ। তাঁকে নিয়ে গর্ব বোধ করছেন বাংলার মানুষরা। সর্বভারতীয় UPSC পরীক্ষায় ৩৬ র‍্যাঙ্ক করে তাক লাগিয়ে দিল এই মেয়ে। জেলা থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে ভূতেস্বর গ্রাম থেকে গোটা দেশের মধ্যে ৩৬ তম স্থান অধিকার করে। জিও সাইন্সে সফলতা পেল অর্পিতা।

তাঁর এই সফলতা খুব সহজে আসেনি। সূত্রের খবর অনুযায়ী, উচ্চমাধ্যমিক পরীক্ষার ঠিক ৬ মাস আগে মাকে হারান। মায়ের শোক নিয়েই নিজের লক্ষ্য পূরণের স্বপ্নে স্থির থাকেন। অর্পিতার পাশে ছিল তাঁর দিদি আর বাবা।  ২০২০ এবং ২০২১ দুবার পরীক্ষায় বসে কিন্তু দুবারই ব্যর্থ। তবে নিজের প্রতি আশা হারাননি অর্পিতা।

ঠিক তাঁর পরের বছর ২০২২ সালে ইউপিএসসি জিও সাইন্সে গোটা ভারতবর্ষে ৩৬ তম স্থান দখল করেন। অর্পিতার মতে, “কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারলেই সফল হওয়া যায়, এমনটা নয়। অফবিট সাবজেক্ট নিয়েও সফলতাকে ছোঁয়া যায়”। আর সেটাই প্রমাণ করে দেখালো সে। তাঁর এই মনোবল এবং পরিশ্রমকে কুর্নিশ জানিয়েছে গোটা বাংলা।

পড়াশুনোর কথা বলতে গেলে, অর্পিতা চাপাতরা সরস্বতী শিশু মন্দিরে প্রাথমিক শিক্ষালাভের পর বাকি সেন্দ্রা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন অর্পিতা। তারপর বাঁকুড়া মিশন গার্লস থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here