পড়াশোনার পাশাপাশি ক্যারাটেতেও চ্যাম্পিয়ান ছোট্ট ইউভান, ছেলের মিষ্টি ভিডিও শেয়ার করলেন গর্বিত মাম্মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়

ইউভান

টলিপাড়ার চর্চিত স্টার কিডসদের মধ্যে একজন হল রাজ- শুভশ্রী পুত্র ইউভান। আর ছোট্ট ইউভানের জন্ম থেকে শুরু করে স্কুলে যাওয়া, পড়াশোনার সব মুহূর্তই সকলের সঙ্গে ভাগ করে নেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছেলের বড় হওয়ার কোনও মুহূর্তে মুহূর্তই ফ্রেমবন্দি করতে ছাড়েন না মাম্মা। নেটিজেনরাও মুখিয়ে থাকেন ইউভানকে এক ঝলক দেখার জন্য। সম্প্রত নজরে এসেছে শুভশ্রীর পোস্ট করা আরও একটি ভিডিও।

যেখানে ছেলে ইউভান ও মেয়ে ইয়ালিনির সুন্দর মুহূর্ত শেয়ার করেছেন তাদের মাম্মা। প্রথমেই দেখা যাচ্ছে ক্যারাটে শিখছে ছোট্ট ইউভান। সাদা রঙের ক্যারাটের পোশাকে ছোট্ট ইউভানকে বেশ মানিয়েছে। পরের ভিডিওতে দেখা যাচ্ছে, নিজেই গাড়ি ড্রাইভ করে ইউভান ও ইয়ালিনি কে নিয়ে বেড়াতে বের হয়েছেন নায়িকা।

কিছুদিন আগেই প্রি স্কুল ছেড়ে হাই স্কুলে ভর্তি হয়েছে ইউভান। মাঝেমধ্যে ভিডিওতে তার নানান ট্যালেন্ট ধরা পড়ে। কখনো গড়গড় করে ইংরাজিতে জন্তু জানোয়ারের নাম বলছে তো আবার কখনো মায়ের সাধারণ জ্ঞানের প্রশ্নের চটজলদি উত্তর দিচ্ছে।

তবে এবার পড়াশোনার পাশাপাশি ক্যারাটেতেও ছোট্ট ইউভানের প্রতিভা দেখে প্রশংসা জানিয়েছেন নেটিজেনরা।