মঞ্চে পুজোর গানে জমিয়ে নাচ ছোট্ট ইউভানের, ছেলের মিষ্টি ভিডিও শেয়ার করলেন গর্বিত মাম্মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়

ইউভান চক্রবর্তী

জন্ম হওয়ার পর থেকেই টলিপাড়ার স্টার কিডদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় পুত্র ইউভান চক্রবর্তী। ছেলের বড় হওয়ার কোনও মুহূর্তে মুহূর্তই ফ্রেমবন্দি করতে ছাড়েন না মাম্মা। নেটিজেনরাও মুখিয়ে থাকেন ইউভানকে এক ঝলক দেখার জন্য।

কিছুদিন আগেই পাঁচ বছরে পা রেখেছে ইউভান। ছোট ছেলের প্রতিভায় মাঝেমধ্যে নিজেই অবাক হয়ে যান মাম্মা শুভশ্রী। এবার ছেলের আরও এক প্রতিভা সকলের সামনে তুলে ধরলেন অভিনেত্রী।

সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম একাউন্টে ইউভানের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে দুর্গোৎসব উপলক্ষে মঞ্চে পারফর্মেন্স করছে ছোট্ট ইউভান। সাদা পাঞ্জাবী ও ধুতি পরে আশ্বিনমাসে দুগ্গা এলো গানে স্কুলের বান্ধবীকে সাথে নিয়ে নাচ করছে ইউভান। ভিডিওতে শোনা গেল মায়ের কণ্ঠে উচ্ছ্বাস। বলে উঠেছেন, “উলে বাবা লে!” মাত্র ৫ বছর বয়সে শুভশ্রীর ছেলের প্রতিভা দেখে প্রশংসায় জানিয়েছেন নেটিজেনরা।

সম্প্রতি ইউভানের স্কুলে পুজোর বিশেষ অনুষ্ঠান ছিল। এদিন সকল পড়ুয়াকেই বাঙালি পোশাকে দেখা গেল। ছেলেরা সেজেছিল পাঞ্জাবি-পাজামায়। অন্যদিকে মেয়েরা গোল্ডেন পাড় লাল শাড়িতে। এদিন মঞ্চে ধুতির কোঁচা সামলাতে সামলাতে ছেলের নাচ দেখে হেসে গড়িয়ে পড়েছেন মা শুভশ্রী।

Previous article‘আমার ছবি করার ইচ্ছে নেই’, অকপট অভিনেত্রী রচনা ব্যানার্জি
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।